কিছু |||| পুলক বড়ুয়া
…………….….
দাও
দিয়ে যাও
তোমার যা-খুশি
দোষ, ভালোবাসা, প্রেম, বিরহ …
তোমার যা-মর্জি হয়
বাধা নেই বন্ধন নেই কিছু নেই …
দেবে দাও …
এই বিশ্বাস এই অবিশ্বাস
যা-কিছু
কিছু তো আছে
কিছু দাও
কিছু কিছু দিও
কিছু কিছু রেখে দিও
কিছু কিছু রেখে যেও
যা-ভালো লাগে
কিছু তো পাব
কিছু তো ভাগ্যে আছে
কিছু তো থাকবেই
কিছু তো আসবেই
কিছু না-হলে
কিছু হয়
তুমি আমার কিছু
হয়-ও …
ওই
কিছু …
আমি
না-হয়—
বড়জোড়—
ওই
কিছু …
কিংবা
কিছু
না
শুধু
ওই
কিছু
কিছু
কিছু
কিছু
ভিন্ন
কিছু
অপর
কিছু
মাঝে
মধ্যে
অন্তত
কিছু
অকস্মাৎ
কিছু
এই
কিছু
অন্যরকম
কিছু
ফেলনা
কিছু