সাহিত্য ও কবিতা

সুশীল মুন্নার লাশ দাহ ।।।। বিশ্বজিৎ মানিক


সুশীল মুন্নার লাশ দাহ 

বিশ্বজিৎ মানিক


স্ট্রোক করে মারা গেলেন – বাশখালীর সুশীল

লাশ দাহ করতে গায়ে – দেখা দেয় মুসকিল।


পুইছড়ি ইউনিয়নের – শীল পাড়ায় বাড়ি

গাঁয়েতেই পোঁতা ছিলো – সুশীল মুন্নার নাড়ী।


মরণ তার হয়েছিল – মাইল্ড স্ট্রোকের কারণে

ভাইরাস ছিলোনা তার – অকস্মাৎ মরণে।


গ্রামের লোকেরা বুঝে – করোনার মরা

তাইতো যাবেনা গ্রামে – লাশ দাহ করা।


বসবাস ছিলো তার – লালখান বাজার

স্ট্রোক করে মৃত্যু হয় – গত বুধবার।


হাসপাতালে নিয়ে পেল – মৃত্যুর ঘোষণা

দাহ হবে নিজ গ্রামে – পরিবারের বাসনা।


লাশ নিয়ে স্ত্রী পুত্র – গেলো পথ আধা

গ্রামবাসী সবাই মিলে – দিলো তাতে বাধা।


গ্রাম থেকে হুমকি ছিলো – খুবই সকরুণ

জানিয়ে দিলো গ্রামবাসী – ঘরে দেবে আগুন।


হুমকি ধামকি শুনে তারা – হতাশায় মরে

লাশ নিয়ে হয়নি যাওয়া – তাই নিজ ঘরে।


গতিপথ থেমে যায় – মহা দুশ্চিন্তায়

লাশ দাহ করতে হবে – চাটগাঁর চিতায়।


মাঝপথ থেকে তারা – লাশ নিয়ে ফিরে

শহরের শ্মশানে শব – দাহের চেষ্টা করে।


চাক্তাই মহাশ্মশানে যখন – লাশ দাহে যায়

মৃত্যু সনদ না থাকায় – পড়ে সমস্যায়।


লাশ দাহে এখানেও – বাধা দেওয়া হয়

সুশীল মুন্নার লাশ দাহ – চাক্তাইতেও নয়।


অসীম নামের পুত্র চোখে – সর্ষে ফুল দেখে

আক্ষেপ করে বলে প্রভু – কি রেখেছো লিখে?


তৃতীয় চেষ্টাতে গেলো – কাট্টলী মহাশ্মশানে

করতে দাহ মুন্নার লাশ – নেওয়া হয় সেখানে।


আল সানাহিল নামে ছিলো – স্বেচ্ছাসেবীর দল

অবশেষে লাশ দাহ – করা হয় সফল।


স্বাস্থ্য সংস্থা বলে থাকে – ভাইরাস নেই লাশে

অসীমের আক্ষেপ তার – কেহ নেই পাশে।


মহামারীর কালে হয়নি – মানবতার উদ্ভব

সামাজিকতা রক্ষা তবে – কি করে সম্ভব?



২৭/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন