সাহিত্য ও কবিতা

তর্জনী ||||| শিকদার ওয়াহিদুজ্জামান

তর্জনী ||||| শিকদার ওয়াহিদুজ্জামান


রেসকোর্স ময়দানে আজ বীর বাঙালী সব
রক্ত রাঙা গোলাপে আজ সাঁজ সাঁজ রব
মুজিব কোট আর পাঞ্জাবিতে চশমা পরা চোখে
আসলো কবি উঠলো মঞ্চে সবার চোখে চোখে।


মুহূর্মুহু করতালিতে বীর বাঙালী সব

করলো বরণ মুজিব ব’লে করলো  সবে রব

সাতি মার্চে রেসকোর্সে বঙ্গবন্ধু কবি
রচিল এক মহাকাব্য উঠলো জেগে রবি।


চিত্র শিল্পী বঙ্গবন্ধু এঁকে দিলেন ছবি
এঁকে দিলেন দেশের জন্য দা ভিঞ্চির ছবি
সাতি মার্চে লেখা ছিল বাংলাদেশের নাম
লাল-সবুজের পতাকা আর বীর বাঙালীর ধাম।


সাতি মার্চে বিশ্বসেরা বঙ্গবন্ধুর ভাষণ
কেড়ে নিলো সিংহাসন আর পাকিদের সব আসন
বঙ্গবন্ধু উঠলো গর্জে তর্জনী তে তাক
স্বাধীনতা সংগ্রামের দিলো শেষে ডাক।


সেই ভাষণে ছিলো দেশের স্বাধীনতার কথা
লাল সবুজের পতাকা আর বাংলাদেশের তথা
সাতি মার্চের ভাষণ দেশের মর্যাদা আর গৌরব
এ ভাষনেই ছিলো মোদের বাংলা মায়ের সৌরভ।


বঙ্গবন্ধুর আহ্বানে বীর বাঙালী শেষে
যুদ্ধ করে হলো স্বাধীন ফিরলো স্বাধীন দেশে
সাতি মার্চ স্বাধীনতার সংগ্রামের ডাক
সাতি মার্চ সংবিধানের পাকিরা সব ভাগ।


দেশ পেলাম পতাকা পেলাম পেলাম স্বাধীনতা
ফিরে পেলাম মহান নেতা পেলাম জাতির পিতা।


তর্জনী ||||| শিকদার ওয়াহিদুজ্জামান , সিনিয়র জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন