সাহিত্য ও কবিতা

খেলহাবিব বনাম তেলআবিব  |  পুলক বড়ুয়া

খেলহাবিব বনাম তেলআবিব  |  পুলক বড়ুয়া

তুমি কেড়ে নিয়েছ নক্ষত্রের দীপ, জ্যোৎস্নার রোশনাই
কোথাও দ্যাখিনা আর অনন্ত নক্ষত্রবীথি
নীলিমার নীল চোখে অনল ও বোমার লেলিহান শিখা
বাতায়নে কচি চোখে সদ্য পুঁতে রাখা—দিকে দিকে
ধেয়ে আসা আগুয়ান রকেট লাঞ্চার, ওপরে আকাশে তাকাতেই দৃষ্টি সীমায় ঘাই দেয় বোমারু বিমান—
ছেয়ে আছে, বন্দি হয়ে আছে জন্মভূমির ছাদ
তার নিচে ধ্বসে পড়ছে ঘরের ছাদ—
ধ্বংসযজ্ঞের ভেতরে জীবিত ও মৃতের
স্তব্ধ চাপাপড়া-হাহাকার—শব্দ-রক্ত-জল—
সে এক আর্ত-হিংস্র-বধ্যভূমি

বারবার প্রতিরোধের সমূহ পলিতে উর্বর
হয়ে উঠছে ফিলিস্তিন
আমাকে হত্যা কর
আমি এ ভিটেমাটি ছেড়ে
বাস্তুচ্যুত হব না, কোথাও যাব না
এ মাটি দখল করেই
আপন মাটির গভীরে লাশ হয়ে পড়ে থাকব

আমাকে তুমি তুলে নিয়ে যেতে পারবে
আমার পিতা-মাতা-ভাই-বোন
বন্ধু-আত্মীয়-স্বজন-পাড়া-প্রতিবেশী থেকে
আমি মাটি কামড়ে পড়ে থাকব
আমার শেকড়কে তুমি উপড়ে ফেলতে পারবে না
সে শিখর থেকে শিখরে শিরদাঁড়া সটান
খাড়া হয়ে দাঁড়াবে

তেলআবিব, তোমার শয়তানী-শিখার মতো
উদ্যত উদ্ধত সলতে—
তেলহীন-শূন্য-নিষ্প্রভ সোজা করে দেব
সেখানে আমাদের স্বপ্ন-কল্পনার বীজগুলি
গোলাবারুদের মতো বিস্ফোরিত হবে

মনে রেখো,
তুমি তেলআবিব হলে আমি খেলহাবিব

আমরা প্রত্যেকে মানবিক বোমা হয়েও
পারমাণবিক বোমার মতো জঙ্গি হতে পারি
আণবিক বোমার মতো ঝলসে উঠতে জানি ।

২২.০৫.২০২১
অপরাহ্ন-সন্ধ্যা-রাত


সংবাদটি শেয়ার করুন