ফিচার্ড সাহিত্য ও কবিতা

একাত্তরে মা আমার | বিশ্বজিৎ মানিক

একাত্তরে মা আমার | বিশ্বজিৎ মানিক

রান্না শুরু উনুনে কেবল – রাঁধতে বসেছেন মা
উড়ছে আকাশে বোমারু বিমান – দেখিনি কখনো যা
একাত্তরের যুদ্ধ কথাই – বলছি হে ভাই শুন
হাহাকার শুরু মায়ের কলিজায় – ধরে গেছে যেন ঘুণ।

ক্রন্দিছে মাতা বিহ্বল চিত্তে – অন্তরে নেই তাঁর শান্তি
ফ্যাকাশে বদন দেখেছি মায়ের – দেহ জুড়ে আছে ক্লান্তি
ছেলেপুলে গুলো বাঁচানো কি যাবে – হতাশায় ভরা মন
হানাদার দল বাঁধিয়ে দিয়েছিল – অকারণে মহারণ।

প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়া হই – চলে যাই পরবাসে
অমানিশা যেন নেমে এসেছিলো – মায়ের ভাগ্যাকাশে
যুদ্ধের আঁকড়ে আমাদের বাবা – এক মাস পাঁচ দিন
মায়ের অন্তরে একটাই ভাবনা – কখনো হবো কি স্বাধীন?

জীবিকার তরে নিতে হলো ঠাঁই – পাহাড়ের উঁচু টিলা
দূর্গম পথে কষ্টের ছিল – নদী থেকে জল তোলা
রিক্ত নিঃস্ব, কিছু নেই সাথে – আছে শুধু হাহাকার
আপ্রাণ চেষ্টা, মায়ের মানসে – সন্তান বাঁচাবার।

জমিদার কন্যা ভিখারির বেশে – কাটালো নয়টি মাস
লাইন ধরে তুলে রিলিফের চাল – সন্তান বাঁচানোর আশ
শ্রেষ্ঠ হে মাতা, প্রণতি তোমায় – আজ নেই তুমি ঘরে
স্মরিছে পুত্র, কবিতাটি লিখে – পঞ্চাশ বছর পরে।

০১/০৬/২০২১ খ্রিস্টাব্দ।



সংবাদটি শেয়ার করুন