ফিচার্ড সাহিত্য ও কবিতা

পালাবদল | পুলক বড়ুয়া

পালাবদল | পুলক বড়ুয়া

ওখানে কিছু কথা
ওখানে কিছু বালি
পড়তে পড়তে গড়াতে গড়াতে গড়তে গড়তে
বালির বাঁধ
খেলাঘর
বালুচর

ঝাউবীথি পাঁজর লুকোচুরি হাওয়া
নন্দন মিনার শিখরবিন্দু
শৈল্পিক কলসী
ভাঁজে ভাঁজে খাঁজে খাঁজে
শিশির কণা স্বেদবিন্দু ঢেউ
চোখের আর্শী লেগে থাকা কেউ
উদাসী গাঙচিল গান, গহন ভাসান

দীঘল দুবাহু
দিল দরিয়া ও নোনা দরিয়া ডাক শোনা
অলৌকিক সুনসান মায়াবী টেবিল
অদ্ভুত ওৎ পাতা নির্জন চোরাবালি-ক্ষণ
এলেবেলে আঁকাবাঁকা টলমল হাঁটা
মাতাল মোহনরেখা উরুসন্ধি

তরল মোহনা

উষ্ণতা পরম
ঘামসিক্ত চরম

কাম ও কলম

অতল নিবিড়
বদল হাওয়া

পালাবদল


সংবাদটি শেয়ার করুন