সাহিত্য ও কবিতা

আন্তঃজেলা গণপরিবহন ||||  বিশ্বজিৎ মানিক

আন্তঃজেলা গণপরিবহন

আন্তঃজেলা গণপরিবহন   ||||  বিশ্বজিৎ মানিক

কুমার গাঁও বাসস্ট্যান্ড যেন – দেখার কেহ নেই
সুনামগঞ্জের যাত্রী যেন – হারিয়েছে সব খেই
যোগাযোগের মাধ্যম হলো – এই স্টেশনের গাড়ি
এখান থেকে দেয় সকলে – সিলেট থেকে পাড়ি।

ভাঙ্গাচোরা গাড়িগুলো – নাম বিরতিহীন
চালক ভায়া চালায় গাড়ি – রাত্রি কি’বা দিন
গাড়িগুলো এতোই ছোট – বসার যায়গা কম
আয়তন থেকে আসন বেশি – বহির্ভূত নিয়ম।

দেখার যেন নাইরে কেহ – অনিয়মের ধারা
সিন্ডিকেটের কবল থেকে – মুক্ত করবে যারা
লাইনে আসে যখন কোন – ভালো মানের গাড়ি
উদ্ধত হয় সবাই মিলে – ভাঙতে হাটে হাড়ি।

নেতা মন্ত্রী আছেন কতো – এ জেলাতে বসে
আইনসিদ্ধ বলতে কথা – জিবটা তাঁদের খসে
সড়ক তো নয় কারো দাদার – একার তালুক মিরাশ
সুনামগঞ্জের আমজনতা – হচ্ছে কেন নিরাশ?

উন্নয়নের মান বেড়ে যায় – ভালো যোগাযোগে
রাখতে হবে এটি মাথায় – সবার থেকে আগে
সড়কপথ আর পরিবহন – না হয় যদি ভালো
কেমন করে জ্বালবে তুমি – উন্নয়নের আলো?

ভালো গাড়ি চলছে সদাই – সিলেট হবিগঞ্জ
কি কারণে আসতে বারণ – এটা সুনামগঞ্জ?
সুনামগঞ্জে আসতো যদি – হবিগঞ্জের গাড়ি
এক গাড়িতেই সিলেট বিভাগ – সবাই দিতো পাড়ি।

আইনের উর্ধ্বে এখন তো আর – দেখছি না কেউ আছে
সুনামগঞ্জটি কোন কারণে – রইলো পড়ে পাছে?
দাও না করে এ জেলাটির – স্বচ্ছ যোগাযোগ
করিতকর্মা আছো যারা – নাও দেখি উদ্যোগ।

একবিংশ শতাব্দীতেও – চলছে এমন ধারা
উন্নয়নের জোয়ার ভাটায় – দিচ্ছে না কেউ সারা
সিলেট জেলার কদমতলী – বিরাট টার্মিনাল
এখান থেকেই আন্তঃজেলা – হোক না দেয়া সামাল।

সময় তখন বাঁচবে অনেক – কষ্ট লাঘব হবে
আন্তঃ জেলার যাত্রী কেন – কুমার গাঁওয়ে যাবে?
থাকুক সেথায় লোকাল গাড়ি  – নেই তো অসুবিধা
সব নেতাকে বিনয় করি – আর করোনা দ্বিধা।

১৭/১১/২০২০ খ্রিস্টাব্দ।

এসএস/সিএ



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন