ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা


ভালোবাসি

এই গরম বলে মাথা খারাপ করো 

তোমার হাতে তো কিছু নেই 

তার থেকে অন্য কাজ ধরো 
দেখো একদিন ঠিকই বৃষ্টি আসবে  
যেমন জোয়ার ভাটা আসে  
আঁধার শেষে পূর্ণিমা হাসে  
নদীর মতো তুমিও যদি নিরবধি  
ফিরে ফিরে এসে তীরে দুই পারে  
ভালোবাসি– বলে ভাসাতে জোয়ারে  ! 
—– 
সীমান্ত 
 
সীমান্ত পারের মেঘ দূরে চলে যায়   
কোনদিন কি আর  আসে ফিরে ! 
 
তবু মেঘ আসে দিগন্তের সীমানায়  
যে যায় সে আর কখনো আসে না তীরে ।
 
কফিনের অন্ধকারে তবু জেগে আছি  
ঘরে ঘরে দীপ জ্বলে,মরি আর বাঁচি ।
—–
 
একটি কবিতা 
 
এখন তিন কুড়ি পেরিয়ে 
কেবল মনে হয়  
আর কী হবে,হতে পারে ! 
দু-চারশো কবিতাময়  
অদেখা দূরান্তের কোনো নদী ঘাট  
এর চেয়ে বেশি নয় ।
সংবাদটি শেয়ার করুন