মন্ট্রিয়ল গৃহহীনতার সাথে লড়াইয়ে একধাপ এগুলো
গৃহহীনতা কিংবা হোমলেসনেস সুস্থ সমাজে অসুস্থ এক গালির নাম। মন্ট্রিয়লের মতো আধুনিক শহরেও বসবাস করে প্রায় লক্ষাধিক গৃহহীন। আসলে শুধু মন্ট্রিয়লই নয়, পুরো কানাডা জুড়েই এই সমস্যা বিদ্যমান রয়েছে।
মন্ট্রিয়লে এই গৃহহীনদের সমস্যা সমাধানে নির্বাচিত সব মিউনিসিপ্যাল সরকারই চেষ্টা করে যাচ্ছে। আর্থ-সামাজিক দৈনতা হোক কিংবা অর্থনৈতিক মন্দা, যেকোন কারনেই হোক প্রতিদিনই অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ছে। ইতিমধ্যে ডাউনটাউনের একটি হাসপাতাল অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এতে সমস্যার সাময়িক সমাধান হলেও বর্তমানে একই অবস্থানে রয়েছে গৃহহীনতার হার। ইতিমধ্যে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে মন্ট্রিয়ল সিটি প্রশাসন নতুন একটি বাসস্থানের ব্যবস্থা করেছে ডাউনটাউনের সেন্ট ক্যাথরিন ও রেনে-লাভেক স্ট্রিটের মাঝামাঝি এক জায়গায়। কুইবেকের সমাজসেবা মন্ত্রী লিওনেল কারমান্ট এক সংবাদ সন্মেলনে বলেন আপাতত প্রায় ১০০ টি ঝুঁকিপূর্ণ পরিবারকে বৃহৎ এই ভবনে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে যা পরবর্তীতে আনুপাতিক হারে বাড়ানো হবে। তিনি আরও জানান, $২৩.৫ মিলিয়ন খরচে নির্মাণ করা এই বাজেটের প্রকল্পটিতে সরাসরি জড়িত রয়েছে ফেডারেল সরকার, কুইবেক সরকার এবং মন্ট্রিয়ল সিটি।