পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুহিত
নিউইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি ২০২৪: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। রাষ্ট্রদূত মুহিত পেরু প্রজাতন্ত্রের রাজধানী লিমায় ও পেরুর রাষ্ট্রপতির কার্যালয়-“গভর্মেন্ট প্যালেস”-এ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পেরুর রাষ্ট্রপতি Dina Boluarte’র কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবু্দ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেরুর রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুহিত বলেন, “আমাদের অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশ ও পেরুর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব”।
বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মুহিত বলেন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের জন্য এটি উপযুক্ত মূহুর্ত। তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ ও পেরুর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে। এছাড়া জাতিসংঘ ও বহুপাক্ষিক প্লাটফর্মের মাধ্যমে শান্তিরক্ষা, শান্তি বিনির্মাণ, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে এক সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। পেরুর রাষ্ট্রপতি Dina Boluarte রাষ্ট্রদূত মুহিতের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং তার মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র উপস্থাপনের পর, রাষ্ট্রদূত মুহিত পেরুর পররাষ্ট্র মন্ত্রী Javier González-Olaechea Franco জাভিয়ের গঞ্জালেজ-ওলেচিয়া ফ্রাঙ্কো, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী Juan Carlos Matthews এবং সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডের প্রধান জেনারেল David Guillermo Ojeda Parra’র সাথে সাক্ষাৎ করেন।। রাষ্ট্রদূত মুহিত এশিয়া ও ওশেনিয়া্ দপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সরকারী কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায় সম্পর্কে মতবিনিময় করেন। বিশেষ করে শান্তিরক্ষা এবং শান্তি বিনির্মাণে যেখানে বাংলাদেশ পেরুর সাথে জ্ঞান, অভিজ্ঞতা এবং প্রযুক্তি শেয়ার করতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ সরকার সম্প্রতি পেরুর সশস্ত্র বাহিনীকে একটি Remotely Operated Vehicle (ROV) প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে যা MINUSCA-তে পেরুর শান্তিরক্ষীরা ব্যবহার করতে পারবে। আগামি এপ্রিলের কোনো এক সময় ঢাকায় এ হস্তান্তর অনুষ্ঠান হবে বলে আশা করা যায়।
পেরু কর্তৃপক্ষ দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন । রাষ্ট্রদূত মুহিত উল্লেখ করেন যে, নিয়মিত দ্বিপাক্ষিক পরামর্শ, ব্যবসায়িক ও সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো যেতে পারে। দুই পক্ষই বাংলাদেশ ও পেরুর মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের জন্য দ্রুততার সাথে একটি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে ঐক্যমত্য পোষন করেন। যেমন, বাংলাদেশ এবং পেরুর মধ্যে ফরেন অফিস কনসালটেশন (FOC), যা দুই বন্ধু প্রতীম দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির জন্য একটি প্ল্যাটফর্ম হতে পারে। রাষ্ট্রদূত মুহিত দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব দেন। পেরুর মহামান্য রাষ্ট্রপতি ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
এ সময় রাষ্ট্রদূত মুহিতের সঙ্গে ছিলেন তার স্ত্রী মিসেস রুবি পারভীন এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মিনিস্টার শাহানারা মনিকা।
Ambassador Muhith presents his credentials to the President of Peru
New York, 13 February 2024: The Permanent Representative of Bangladesh to the United Nations in New York and the concurrently accredited Bangladesh Ambassador to Peru with residence in New York, Ambassador Muhammad A Muhith, presented his credentials to the President of Peru Her Excellency Dina Boluarte 08 February 2024 at the Government Palace in Lima, the capital of the Republic of Peru. During the presentation of credentials, Ambassador Muhith conveyed the greetings of the Hon’ble President and Prime Minister of Bangladesh to the President, the Government and the people of Peru. “I shall make every effort to strengthen the existing friendly bilateral relations between Bangladesh and Peru, based on our shared values and mutual benefits’ ‘, said Ambassador Muhith during the ceremony.
Referring to the recently held general elections in Bangladesh that led to the formation of the new Cabinet under the leadership of Prime Minister Sheikh Hasina, Ambassador Muhith mentioned that the right momentum existed now to expand the bilateral relations between the two countries. He mentioned that there are huge potentials to further deepen the bilateral relations between Bangladesh and Peru, particularly in the field of trade, commerce and sustainable development including through South-South cooperation, and also opportunities to work together in the multilateral platforms, such as, in the United Nations on peacekeeping and peacebuilding, climate change and social justice. The President wished Ambassador Muhith well and expressed her hope that the bilateral relations will be further expanded during his tenure.
Following the presentation of his credentials, Ambassador Muhith held separate courtesy meetings with the Minister of Foreign Affairs Excellency Javier González-Olaechea Franco, the Minister of Trade and Tourism His Excellency Juan Carlos Matthews and General David Guillermo Ojeda Parra, the Chief of the Joint Command of the Armed Forces of Peru. Ambassador Muhith also had a bilateral meeting with the Director General and other officials of the Department of Asia and Oceania at the Peruvian Ministry of Foreign Affairs.
During these meetings the both sides exchanged information on possible avenues to increase trade and commerce as well as mutual cooperation in the many fields, especially in peacekeeping and peacebuilding where Bangladesh can potentially share its knowledge, experience and technology to Peru. It may be noted that Bangladesh has recently decided to donate a remotely operated vehicle (ROV) to the Armed Forces of Peru which would be used by the Peruvian peacekeepers in MINUSCA. The handover ceremony is expected to take place in Dhaka sometime in April.
The Peruvian authorities praised Bangladesh’s development efforts and Prime Minister Sheikh Hasina’s visionary leadership at the domestic and global level. The Ambassador mentioned that bilateral relations between the two friendly nations could be enhanced through regular bilateral consultations, exchange of business missions, cultural exchanges and people-to-people contact. In this regard, two sides decided to swiftly conclude a mechanism for regular political consultation, such as, Foreign Office Consultations (FOC) between Bangladesh and Peru, which could be a platform for advancing overall bilateral cooperation between the two friendly nations. Ambassador Muhith also proposed for high level exchange of visits between the two countries, and extended invitations to the President, and the other Ministers of Peru to visit Bangladesh at their earliest opportunity.
Ambassador Muhith was accompanied by his lady wife Mrs. Ruby Parveen and Shahanara Monica, Minister at the Permanent Mission of Bangladesh to the United Nations.