কমলগঞ্জে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত
বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কমলগঞ্জ পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব উদযাপন পরিষদ এর সভাপতি কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য শাহীন আহমেদ এর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাজিদুর রহমান সাজু।
মেলায় ২০টি ষ্টল বসে। মেলায় গ্রাম বাংলার প্রায় অর্ধশতাধিক নামের পিঠা প্রদর্শন করা হয়। ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া এসব পিঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মূলত এ আয়োজন করা হয়।
মেলায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।