বাংলাদেশ দূতাবাস, সিউল-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস, সিউল-এ যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ ২০২৪ তারিখ সকালে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দূতাবাসে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এর উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা, আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
The Embassy of Bangladesh in Seoul celebrates the great Independence and National Day
The Embassy of Bangladesh in Seoul celebrated the great Independence and National Day of Bangladesh on 26 March 2024 in a befitting manner. Ambassador of Bangladesh to the Republic of Korea H.E. Mr. Delwar Hossain hoisted the national flag with the presence of the Embassy officials and expatriate Bangladeshis and paid homage to the Father of the Nation by placing floral wreaths in front of his bust inside the Chancery. Special prayer was offered for the salvation of the departed soul of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and all the valiant freedom fighters, and for the continued peace and prosperity of the country. The Embassy officials read out the messages of the Hon’ble President, the Hon’ble Prime Minister and the Hon’ble Foreign Minister. A documentary on the Independence Day was screened. It was followed by discussion.
In his remarks, Ambassador Delwar Hossain paid a rich tribute to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and to all the valiant freedom fighters and dishonoured women who made supreme sacrifices for the independence of Bangladesh. He called upon all to work together being imbued with the spirit of the great Liberation War to realize the dream of the Father of the Nation to build a Sonar Bangla.
এসএস/সিএ