ফিচার্ড সাহিত্য ও কবিতা

বাউল ।।।। শীতল চট্টোপাধ্যায়

বাউল ।।।। শীতল চট্টোপাধ্যায়


তোমার ঘরেও বাউল আছে
কই চিনেছো তুমি তারে ?
কই বুঝেছো ঘরে থেকেও
যাচ্ছে বাউল অচিন পারে !

কই খুঁজেছো দোতারা তার ?
গলার ভেতর মাটির গলা ,
কই দেখেছো এই বাউলের
উদাস পথে একলা চলা ?

কই বেঁধেছো বাউল মানুষ
হৃদয়-মনের বাঁধন বেঁধে ?
কই পেয়েছো দর্শনও তার
যে যায় তোমার সামনে সেধে ।

মানুষ তোমার আর কারও নয়
দেখায় মেলে প্রতিক্ষণে ,
কিন্তু তোমার ওই মানুষই
বাউল হলে বয় কি মনে ?

বাউল তখন ঝিলের পাড়ে
সুরের দেহয় শরীর ভুলে ,
একতারা সে বাজছে শোনে
শালুক তোলা মেয়ের চুলে ।

যে মানুষে ঘর করো রোজ
জোর করো রোজ নানান চাওয়ায় ,
তোমার ওসব পাইয়ে দিয়েও
নেই যে বাউল মনের পাওয়ায় ।

তুমি যখন গুনগুনিয়ে
গোছাও শাড়ি আপন মনে ,
কখনো কি বাউল পোশাক
পেলে জড়োয় ঘরের কোণে ?

উদাসী রঙ হলুদ তাতে
গন্ধ লেগে মন পালানোর ,
ছোঁয়া নিলেই বাউল সুধার
নেশাতে যে যায় লেগে ঘোর ।

তোমার মানুষ নিয়ে তুমি
ফিরছো যখন নিজের বাড়ি ,
পথ তোমাকে আড়াল করে
নেয় বাউলের মনটা কাড়ি !

ঠিকানা – জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

 

 


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন