এসো কিন্তু….||| শীতল চট্টোপাধ্যায়
জাগতিকেই জেগে থাকা
প্রাণ ও স্থিরের কাছাকাছি ,
খুঁজিনি বা কাকে খুঁজি ?
কবিতা বলল-বেঁচে আছি ।
এসেছিলাম ক জনমই
এসেছি তো গত বারও ,
জীবন দৃশ্যের সূচি দেখি
যবনিকা দেরী আরও ।
মাথা গোঁজার ঠাঁইটুকুতে
একটু ভাত আর দুটো রুটি ,
আমায় ডেকে দিন বলে যায়
চলি আজকে,হলো ছুটি ।
একটা ঘরেই আছে তবু
পাইনি দেখা শরীরী তার ,
শব্দে বলায় শোনেনা সে
চুপেই কথা চাই কবিতার ।
ঘরের মধ্যেই গৃহবাসী
উদাসী পথ এই ঘরেতেই ,
ঘরের মধ্যেই কবিতাতে
হাঁটায় কোনো দূর জোড়া নেই ।
হাঁটতে-হাঁটতে কোথাও একটা
পারাপারের বাঁশের সাঁকো ,
সাঁকো বলল- কবিতাতেও
কাব্য কথার সাঁকো আঁকো ।
কবিতা তো দিগন্ত নীল ,
পাহাড়িয়া রডোডেনড্রন ,
মেঘ পালকের ঠান্ডা রেণু ,
সবুজ কাব্যে পাইনের বন।
আকাশ মাটির আত্মীয়তায়
পাতার ঠোঁটে-ঠোঁটের ছোঁয়ায়,
অনুভূতির অনন্ততে
কবিতা স্বাদ যায় বয়ে যায় ।
জীবন সকাল একবারই হয়
তারপরে তো দিনেই জীবন ,
জীবন দিনে রাত আসে যায়
কবিতা দেয় মনটাকে-মন ।
কথার শরীর বাঁচায়-মারে
বন্ধ-খোলায় দু’চোখ দেখে ,
পাওয়া এবং না পাওয়া দুই
যোগের জমা হৃদয় লেখে ।
আবার ফিরে আসার জন্য
এবার ফেরা-ফেরাতে চায় ,
কবিতার স্বর-এসো কিন্তু ……
বাঁচবো তোমায় ফের কবিতায় …..
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ।