কানাডার সংবাদ ফিচার্ড

ট্রাকচালকদের অবস্থান ধর্মঘট, অস্বস্তিতে ট্রুডো সরকার

ট্রাকচালকদের অবস্থান ধর্মঘট, অস্বস্তিতে ট্রুডো সরকার

কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচালকরা অবস্থান ধর্মঘট পালন করছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তারা সেখানে এমনভাবে অবস্থান করছেন, যেনো খুব শিগগিরই সেখান থেকে তারা সরবেন না।

শহরের কেন্দ্রে ট্রাক দাঁড় করিয়ে ট্রাকচালকেরা তাবু বানিয়ে অবস্থান নিয়েছেন। ঠাণ্ডার মধ্যে উষ্ণ থাকার জন্য তারা আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থাও করেছেন।

গত মাসে (জানুয়ারি) পশ্চিম কানাডা থেকে এ বিক্ষোভ শুরু হয়। ইতোমধ্যে বিক্ষোভ ২৮তম দিনে পৌঁছেছে। ট্রাকচালকদের এ বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী অটোয়া।

গত ২৯ জানুয়ারি কানাডার পার্লামেন্ট ভবনের সামনের খোলা জায়গায় বিক্ষোভকারীরা পৌঁছান। করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে তারা এ বিক্ষোভ দেখাচ্ছেন।

বিক্ষোভে কার্যত অস্বস্তিতে পড়েছে কানাডার জাস্টিন ট্রুডো সরকার। তারা বিক্ষোভকারীদের সরাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

ইতোমধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাকচালকদের যে বিক্ষোভে অচল হয়ে পড়েছে রাজধানী অটোয়া, তা ‘থামাতে হবে’।

ট্রুডো বলেন, কিছু বিক্ষোভকারীর ব্যবহারের কারণে কানাডার মানুষ ‘মর্মাহত এবং একেবারে বিরক্ত’। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ ‘ধ্বংসাত্মক ও বর্ণবাদী আচরণ’ করছেন।

বিক্ষোভের জেরে কানাডার রাজধানী শহরটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে; জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখতে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

ট্রাকচালকদের বিক্ষোভের মুখে গত রোববার অটোয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন শহরের মেয়র জিম ওয়াটসন।

অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, শহরের অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের সংখ্যা পুলিশের চেয়েও অনেক বেশি হওয়ায় তাদের প্রতিরোধ করা কঠিন হয়ে উঠছে।

এর আগে কানাডার সরকার আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বলা হয়, যে সব ট্রাকচালকেরা এখন পর্যন্ত করোনার টিকা নেননি, তারা ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে আবার দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টাইনে থাকতে হবে।

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য জারি করা করোনা টিকাসংক্রান্ত এই বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে অটোয়ায় বিক্ষোভ শুরু করে ট্রাকচালকরা।

‘ফ্রিডম কনভয়’ নামে চলা সপ্তাহব্যাপী এ বিক্ষোভে অটোয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে।

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন