কানাডার সংবাদ ফিচার্ড

কানাডায় পড়তে আসা ইয়াসিন আর নেই

কানাডায় পড়তে আসা ইয়াসিন আর নেই

কানাডার মন্ট্রিয়লে পড়তে আসা ২৬ বছরের যুবক ইয়াসিন মোহাম্মেদ খান আর নেই। বড্ড অসময়ে চলে গেছেন না ফেরার দেশে। কিভাবে এবং কি কারনে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি তবে  মৃতদেহ পাওয়া গেছে তার মন্ট্রিয়লের ডাউনটাউনের এপার্টমেন্টে।

প্রাথমিকভাবে জানা গেছে কয়েকদিন ধরে বাবা-মা বাংলাদেশ থেকে ছেলের সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে পুলিশের সাহায্য নিলে মন্ট্রিয়ল পুলিশ এপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ বিভাগ থেকে মৃত্যূর কারন এখনো জানানো হয়নি।

সম্ভাবনাময় একজন ছাত্র ইয়াসিন মোহাম্মদ খাঁনের মৃত্যূতে কানাডা প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল গভীর শোক ও সমবেদনা জানিয়ে সংগঠনের সাবেক সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা, সাংবাদিক মনিরুজ্জামান এই সংবাদটি সিবিএনএকে  জানিয়েছেন।

এই মাত্র(সন্ধ্যা ৭টা) মরহুম ইয়াসিন খাঁনের শান্ত নামের একজন বন্ধু জানিয়েছেন, ইয়াসিন খান নোভাস্কশিয়ায় মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষে তিন বছর আগে মন্ট্রিয়ল আসেন এবং এখানে চাকুরী করতেন। তিনি এপার্টমেন্টে একাই বসবাস করতেন। ইয়াসিন খাঁনের পরিবার সিলেট অঞ্চলের এবং ঢাকায় তারা বাসাবোতে বসবাস করতেন।

আসছে বিস্তারিত…



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন