কমলগঞ্জের সংবাদ পরিক্রমা
কমলগঞ্জে কৃষকরা দু:শচিন্তায় : ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো
মৌলভীবাজারের কমলগঞ্জে শস্যভান্ডার হিসাবে খ্যাত। এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদাও ছিল, কিন্তু টমেটো তুলে আড়তে বিক্রি করে পরিবহন খরচও ওঠছে না টমোটো চাষীদের। ফলে ক্ষেত থেকেই টমেটো তুলছেন না কৃষক,ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো।
স্থানীয় কৃষকসহ উপজেলাবাসি দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় দাবী করে আসছেন একটি হিমাগার স্থাপনের কিস্তু আজও হয়নি হিমাগার স্থাপন এর ফলে কৃষকের ফলানো কষ্টের ফসল পচে যাচ্ছে মাঠেই।অথচ আগামী মাসখানেক পরই টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে।
উপজেলার ভানুগাছ বাজারের আড়ৎদার মো.শরিফ উদ্দিন জানান গত একমাস ধরে আড়তে টমেটো বিক্রি হয় কেজি ৮-১০ টাকায়। গত সপ্তাহ থেকে বিক্রি করছি ৩-৪ টাকায়। বাজারে টমেটোর দাম এতটাই কম যে,কৃষক টমেটো তুলতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
উপজেলার আদমপুর এবং মাধবপুরে সবচেয়ে বেশি টমেটো চাষ হয়।তবে যারা আগাম টমেটো চাষ করেছিলেন তারা লাভবান হলেও বাকিরা হয়েছেন ক্ষতিগ্রস্ত।মাধবপুর ইউনিয়নের টমেটো চাষী সুলেমান,বকুল, শামীম ও বুরহান এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান,আগে বিভিন্ন এলাকার পাইকাররা টমেটো নিতে ক্ষেতে আসলেও এখন কোন পাইকার আসছেনা, আগের মতো টমেটোর চাহিদা এখন নাই, টমেটো তুলা, গাড়িভাড়া দিয়ে বাজারে নিয়ে ৩-৪ টাকা কেজি বিক্রি করতে হয়। এক্ষেত্রে দেখা যায় বিক্রির চেয়ে খরছ বেশি তাই আর ক্ষেত থেকে টমেটো তুলিনা, ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে সব।
হতাশা ব্যক্ত করে কৃষক মোস্তাফা কামাল জানান, বিক্রির চেয়ে খরছ বেশি হওয়ায় টমেটো ক্ষেত তুলার আগ্রহ হারিয়ে ফেলেছি।এছাড়া ত্রিশ শতাংশ জায়গায় ফুলকপি লাগিয়েছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন,এটি একটি পচনশীল দ্রব্য, তাছাড়া এখন অন্যান্য সবজিও বাজারে থাকায় এবং এবছর উৎপাদ বেশি হওয়ায় কৃষকরা দাম পাচ্ছেননা,
তবে যারা আগাম টমেটো চাষ করেছেন তারা ভালো দাম পেয়েছেন এছাড়া এখন যারা টমেটো লাগাবে আবহাওয়া অনূকুলে থাকলে তারাও ভালো দাম পাবে।
কমলগঞ্জ উপজেলায় হিমাগার স্থাপনের বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান,এ উপজেলার কৃষকের কষ্টের ফসল সংরক্ষণে গতাকালও এবিষয়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কে অবগত করা হয়েছে, এছাড়া মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের নজরে রয়েছে, আশাকরি দ্রুত এ উপজেলায় একটি হিমাগার স্থাপন করা সম্ভব হবে।
কমলগঞ্জের শমশেরনগরে ৪ শতাধিক দরিদ্র অসহায়ের মাঝে রজানের ত্রাণ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেলনগরে সৌদি প্রবাসী সালেহ আহমদ সাদির নালীর নামীয় সংগঠন সাদির ট্রাস্টের উদ্যাগে ৪ শথাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমজানের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমী সড়কে এসব ত্রাণ বিতরণ করা হয়।
সাদির সাদির ট্রাস্টের প্রতিনিধি জাহির আলী জানান, গত কয়েকদিন ধরে শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাড়ে ৪ শথ দরিদ্র অসহায় পরিবারের তালিকা করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৌদি আরব থেকে অর্থ পাঠালে একটি পরিবারের এক সপ্তাহের খাবার চাল,ডাল,তেল, সেমাই খেজুর,ছোলা,পিয়াজ,আলু ও লবন মিলিয়ে এক একটি বেগ করা হয়েছে। তালিখাকৃত পরিবারের মাঝে আগেই একটি করে কার্ড রপ্ররণ করা হয়। শনিবার সকালে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ত্রাণ বিতরণ করেন লেখক, সমাজ সেবক ও সাংবাদিক মুজিবুর রহমান ও সমাজ সেবক মিজানুর রহমান।
কমলগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে সারাদেশে ইটভাটা ধ্বংসের অংশ হিসাবে
মেসার্স এস, বি ব্রিকস্ (সাবারী ব্রিকস) গুড়িয়ে দেয়া হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. সিরাজুল ইসলাম ও কমলগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের পরানধর গ্রামে অবস্থিত মেসার্স এস, বি ব্রিকস্ (সাবারী ব্রিকস) মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার নির্দেশে ও বিজ্ঞ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন
” অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা সহকারি আমিনা আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, সহকারী বন কর্মকর্তা প্রতীম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মো. মোনায়েম খানসহ আরো অনেকে।
বক্তরা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে আজ এগিয়ে আছেন। তাদের অধিকার এবং সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।