কানাডার সংবাদ ফিচার্ড

যদি মন্ট্রিয়লের মেয়র নির্বাচিত হন, তবে প্রথম ১০০ দিনে কাজের প্রতিশ্রুতি সোরায়া’র

যদি মন্ট্রিয়লের মেয়র নির্বাচিত হন, তবে প্রথম ১০০ দিনে কাজের প্রতিশ্রুতি সোরায়া’র

সোরায়া মার্টিনেজ ফেরাদা, এনসেম্বল মন্ট্রিয়ালের নেতা, যদি মন্ট্রিয়লের মেয়র নির্বাচিত হন, তবে প্রথম ১০০ দিনে তিনি যেসব কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তার সারাংশ হল

  • আবাসন ও গৃহহীনতা

    খালি জমি ও ভবনের একটি রেজিস্ট্রি তৈরি করে তা পুনঃউন্নয়নের প্রকল্পে ব্যবহার।

    • বর্তমান “২০-২০-২০” আবাসন উপ-আইনের পরিবর্তে প্রণোদনাভিত্তিক নতুন নীতি প্রণয়ন করে সাশ্রয়ী ও পারিবারিক আবাসন বাড়ানো।

    • যেসব আবাসন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে, সেগুলো দ্রুত কার্যকর করা।

    • গৃহহীনতা মোকাবিলায় “ট্যাকটিকাল ইন্টারভেনশন গ্রুপ” গঠন ও বাজেট বৃদ্ধি।

  • নিরাপত্তা

    • বহুমুখী হস্তক্ষেপকারী দল ও পাড়াভিত্তিক পর্যবেক্ষণ কমিটি চালু।

  • নগর উন্নয়ন ও চলাচল

    • সব নির্মাণ প্রকল্পের তালিকা তৈরি ও সমন্বয় করে কাজের বিশৃঙ্খলা কমানো।

    • সাইকেল নেটওয়ার্ক পর্যালোচনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

    • প্রতিটি নির্মাণস্থলে স্বচ্ছতা নিশ্চিত করতে সাইনেজ ও কিউআর কোড চালু।

  • শাসনব্যবস্থা ও দক্ষতা

    • সব বরোর মেয়রদের নিয়ে সমন্বিত টেবিল গঠন করে শহরব্যাপী সেবায় ঐক্য আনা।

    • ডিজিটাল প্রযুক্তি ও এআই ব্যবহার করে পৌর কাজকে আধুনিক ও কার্যকর করা।

    • স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো।

  • সংস্কৃতি ও বৈশ্বিক পরিচিতি

    • “মন্ট্রিয়াল কালচারাল মেট্রোপলিস অফিস” পুনরায় চালু।

    • আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও শহরের বৈশ্বিক প্রভাব বাড়াতে নতুন কর্মপরিকল্পনা তৈরি।

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন