প্রবীর রঞ্জন মণ্ডল –এর একগুচ্ছ কবিতা আলোক বিন্দুতে এই মুহূর্তে আমার শরীরখানা মেখে নিয়েছে অদ্ভুত এক রাতের আঁধার, দিকে দিকে সুনসান অন্ধকার নিসপিস করছে গভীর ভয়েরা ভূতের মতো উঁকি দিচ্ছে আমার চোখ মুখ বুকের উপর। এক্ষুনি এই মুহূর্তে একটা সুখের ঘরের বাতি মনের মনন জুড়ে বড়ই প্রয়োজন। কোনো এক দুর্বোধ্য সংকেত পাঠিয়ে দিচ্ছে ইঙ্গিতময় আঙ্গুলের […]
বীর উত্তমের মহাপ্রয়াণ |||| বিশ্বজিৎ মানিক বীর উত্তম সি আর দত্ত – বাংলার গৌরব ছড়িয়েছ প্রতি স্তরে – জীবনের সৌরভ। হবিগঞ্জের মিরাশি’র – চক্রপাণি দত্ত রাখে নাম পিতামাতা – শিশু কালে চিত্ত। শিলংয়ে জন্ম নিয়ে – শুরু হলো জীবনের খোঁজে পায় সবে তারা – পরশটা আগুনের। লাবান হবিগঞ্জ আর – কলকাতা খুলনা চার স্থানে করেছিলে […]
শূন্যতল ||| পুলক বড়ুয়া তুমি যখন লাইক দাও, লাভ দাও না, তখন মনে হয়, জ্বলন্ত চুল্লিতে চেলি কাঠ নাকি চুল্লী কাঠ ঠেলে দাও । তখন নিভন্ত চুল্লীর মতোন নিজেকে নিঃসঙ্গ লাগে । মাঝে মাঝে মনে হয়, ভীষণ অসভ্য তুমি । মনে হয়, আমার ইচ্ছের সমান-সমান্তরাল—পাশাপাশি হেঁটে যাচ্ছো তুমি । হেঁটে আসছো একটি গন্তব্যের দিকে । […]