সূর্যোদয় ।। পুলক বড়ুয়া আমি আমার স্বাধীনতা চাইনি আমি তোমার স্বাধীনতা চাইনি আমি তোর স্বাধীনতা চাইনি আমি আপনার স্বাধীনতা চাইনি না, এই স্বাধীনতা আমি চাইনি আমি আমাদের স্বাধীনতা চেয়েছি আমি তোমাদের স্বাধীনতা চেয়েছি আমি তোদের স্বাধীনতা চেয়েছি আমি আপনাদের স্বাধীনতা চেয়েছি অভুক্তের আহার, নিরন্নের অধিকার মাথা গোঁজার ঠাঁই, সুন্দর ঠিকঠিকানা প্রীতিময় […]
কোদালা চা ।। পুলক বড়ুয়া বাড়ির পাশে চায়ের শহর বাড়ির পাশে চায়ের নগর । এপারেতে থাকি আমি ওপারেতে তুমি । কর্ণফুলীর দখিনে ওই চায়ের পত্রভূমি । সবুজ শ্যামল খুদে পাতা হরিৎ গন্ধে ভরা । কে সাজাল চায়ের সাজি গিরি ছন্দে ভরা ! বুনো ফুলের শোভা হয়ে চায়ের জগৎ ছেয়ে কোমল কোমল […]
জলরং | পুলক বড়ুয়া বর্ষার আকাশে মেঘ । আকাশটা তাকে বুকে পাখির ডিমের মতো ওম দেয়, ঘুম দেয়— আজন্ম চুম্বন করে । তবু সব মেঘ একা বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ না— কিছু জল, কিছু বজ্র, বিদ্যুলতা : মেঘগুলো । আমরা অপেক্ষা করি, আমরা আশঙ্কা করি । সবকিছু বৃথা নয়, সবকিছু ব্যর্থ নয় । কিছু কিছু সরু-মোটা […]