বহুরূপী করোনাকে অভিশাপ ===================== করোনা তোর, রূপের বাহার – দেখতে লাগে ভালো ডাইনী তুমি, ভিতরটা তোর – এতই বুঝি কালো! মানুষ তোমার, নাম শুনে আজ – কাপছে ভয়ে ডরে কবে তুমি, পালিয়ে যাবে – এ ধরাধাম ছেড়ে? লক্ষ লক্ষ মানুষ তুমি – করছো যে আক্রান্ত আর কত দূর, এগিয়ে গেলে – হবে তুমি শান্ত? বৃদ্ধ […]
পাওনাদারের বাঁশ |||| বিশ্বজিৎ মানিক পাশের গাঁয়ের সুরুজ আলী করছে গরু পালন গরুই তার আয়ের উৎস তাইতো করে লালন। পাঁচটি গরু আছে তার গাভী বাছুর মিলে বাড়বে আরো দু’টি গরু এবার বাছুর দিলে। বাছুর দেবার সময় হলো দু’টি গাভীর তার আনন্দটা বেড়েই গেছে সুরুজ আলী মিয়ার। গেন্দা মিয়ার কাছ থেকে সে করে টাকা ধার কিনছে […]
এতো অন্ধকার ।।। সুমিত মোদক তুই ছাড়া কে দেবে আগুন ! চিতাকাঠ বর্ষার জলে ভিজে; শ্মশান জুড়ে জন্ম নিয়েছে মাদি ঘাস; কে হেঁটেছে! কে হেঁটেছে নিয়মিত ! পায়ের পড় যে মহাপ্রস্থানের পথে আঁকা; একের পর এক ধ্বংসের ইতিহাসে লুকিয়ে আছে রূপকথার কিছু গল্প; সে গল্পের ছবি আঁকছে কোনও এক চিত্রশিল্পী; জল রঙে নয় […]