দুই কবিতা ||| পুলক বড়ুয়া ——————————————————————————- (১) ক্রুশকাঠ কতো কথা বলে শিশু শুনি আর হাসি ভাঙচুর ঘটে বদনাম রটে দুজনের নামে, আমি আর শিশু একজনও হই যদি যিশু, ক্রুশকাঠ ছাড়তো কী পিছু ! —————————————————————————— (২) লড়াকু শিশু থেকে বৃদ্ধ সবাই একটি কন্ঠে একাট্টা, আমরা হলাম বিপ্লবীদের লড়াকু এক চাটগাঁ । এই প্রকৃতি কে কেড়ে নেয় […]
উত্থান-পতনে | পুলক বড়ুয়া আমি কৃষ্ণের বাঁশি হব না আমি অর্ফিয়ুসের বাঁশরী হব না আমি কোনো হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারব না আমি এক অদৃশ্য বাঁশিওয়ালা এই শহরে আমি এক বিমূর্ত বংশীবাদক এই নগরে আমি অমূর্ত বাঁশিওয়ালা এক আগন্তুক বাঁশরীয়া অই যে সরল বাঁশি, আড় বাঁশি কখনও টিপরাই, সানাই কিংবা ভিন অথবা মোহন বাঁশি —বহুলপরিচিত বাঁশীগুলো […]
লক্ষীপুরের লক্ষী ছেলে |||| বিশ্বজিৎ মানিক লক্ষীপুরের লক্ষী ছেলে – পাপুল মিয়ার ছড়া জীবনটা তার দেখছি এখন – অপকর্মেই ভরা। নেটওয়ার্কটি ছিল তার – সিন্ধু সাগর তীরে পাচারকারী দুষ্টরা তাই – তার কাছেতেই ভীড়ে। মানবপাচার, মানিলন্ডারিং – ভিসা জালিয়াতি দেখছে সবাই খুঁজ নিয়ে তার – আছে বহুত খ্যাতি! এমন গুণি মানুষ যখন – আমার দেশেই […]