পলাশ পোড়েল-এর দু’টি কবিতা ———————————————————————————- ১. জীবনের ঘর- সংসার আমার চেতনায় ছুঁয়ে থাকা নিরব বিশ্বাস, সূর্যডুবে গেলে… আকাশপ্রদীপে পিতৃপুরুষ, সন্ধ্যা দীপের আলো লাগে চোখে। ফিরে দেখি- কখন ফাঁকি দিয়েছে মায়ের আঁচল… চোখে একটা সমুদ্র রেখে চাঁদের দিকে চেয়ে থাকি। তারপর……. দহনে ছুঁয়ে যায় সে । মৃত ঘর- বেসুরো লাগে। এসে বসি দাওয়ায়। ভাসানের গান ভেসে […]
শিকড় হারা‘র কান্না ||| বিশ্বজিৎ মানিক ———————————————– আমি শিকড় হারা’র – কান্না শুনেছি দেখেছি চোখের জল হারিয়েছে যাঁরা – জনমের মাটি সাথে তাঁর মনোবল। স্বদেশের ভিটে বাড়ি – ছেড়ে ফেলে দিয়ে ভিন দেশে নিয়ে ঠায় ভূপতি নৃপতি – হয়ে গেছে প্রজা নিমেষে, লহমায়। শান বাঁধা ঘাটে – করে জলকেলি করা হতো যাঁর স্নান কূয়া ছড়া […]
এক মুঠো স্বপ্ন / রাজলক্ষ্মী মৌসুমী রংমহল পৃথিবীর বুকে কতনা স্বপ্ন মনের আঙ্গিনায়। রোপন করেছি কত ভালোবাসা কত রঙ্গিন আশা। হৃদয়ের স্বপ্ন হৃদয়েই রেখেছি অতি আপন করে। একমুঠো অহংকারের মোহ আমায় বিচলিত করে প্রতিনিয়ত। মনের আকাশে ঘুণপোকা ধরেছে ——, একটু একটু করে বাসা বেঁধেছে , তাইতো ডুকরে কেঁদে মরি। কেনো এই বিষন্নতা জানিনা। […]