ব্রিটেন প্রবাসী লেখক সৈয়দ মাসুমের তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব শনিবারে
সজীব দেবরায়, সিবিএনএ নিউজ ডেস্ক বাংলাদেশ ব্যুরো।। যুক্তরাজ্য প্রবাসী লেখক, কবি, গবেষক এবং সাংবাদিক অধ্যাপক সৈয়দ মাসুম এর তিনটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারি শনিবারে সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে। লেখকের তিনটি গ্রন্থগুলো হচ্ছে ‘বিলেতে কমলগঞ্জের শতজন’ ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত এবং বিভিন্ন কর্মকান্ডে কমলগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন এমন ব্যক্তিদের কর্মযজ্ঞ নিয়ে পুরো একশত জন মানুষের জীবনী গ্রথিত করেছেন সেই গ্রন্থে লেখক সৈয়দ মাসুম। এছাড়াও একই দিনে আরও দু’টি গ্রন্থ ‘বিধ্বস্ত প্রাচীর’ এবং ‘অরক্ষিতার আর্তনাদ’ এর মোড়ক উন্মোচন এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. এম. এ. শহীদ এমপি।
ব্রিটেন প্রবাসী লেখক সৈয়দ মাসুমের তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব শনিবারে, এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক, গবেষক ড. সেলু বাসিত।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, অধ্যাপক ও কবি অবিনাশ আচার্য, সাংবাদিক এডভোকেট নূরুল ইসলাম শেফুল এবং কবি ও প্রভাষক শাহাজান মানিক।
প্রবাসী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তালুকদার রায়হান, আলহাজ্ব এম.এ. ছালাম, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদ এবং নুরুজ্জামান চৌধুরী রাসেল।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন প্রকাশনা উৎসবের আহবায়ক বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক আহমেদ সিরাজ। সার্বিক তত্ত্ববধানে থাকবেন প্রকাশনা উৎসব কমিটির যুগ্ন আহবায়ক সৈয়দ মাহবুব, এবং সদস্য সচিব এবং সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানটি আয়োজনে ‘সৈয়দ মাসুম ওয়েল ফেয়ার ট্রাস্ট কমলগঞ্জ’
লেখক, গবেষক,কবি এবং সাংবাদিক সৈয়দ মাসুমের তিনটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে জেনে অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়েছেন কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ, সিবিএনএ২৪ডটকম এবং দেশদিগন্ত মিডিয়ার প্রধান নির্বাহী সদেরা সুজন।
এস এস/সিএ