ফিচার্ড সাহিত্য ও কবিতা

বাবুই পাখি কবিতা : স্বাধীনতার সুখ কবিতা : বাবুই পাখির বাসা কবিতা

বাবুই-পাখি-কবিতা

আমাদের শৈশব কতই না মধুর ছিল। আর সেই দূরন্ত শৈশবকে আরো মধুর করে তুলেছিলো কিছু কবিতা। শৈশবে অনেক কবিতাই শিখেছিলাম, কিন্তু সময়ের সাথে তার অনেকগুলোই মন থেকে হারিয়ে গেছে বা আবছা হয়ে গেছে। স্বাধীনতার সুখ কবিতা বা বাবুই পাখি কবিতা (Babui Pakhi Kobita) বা বাবুই পাখির বাসা কবিতা তেমনি একটি কবিতা। চলুন কবিতাটি আজ একবার পড়ে ছোটবেলার সেই দূরন্ত শৈশবের স্মৃতিগুলো মনে করি।

স্বাধীনতার সুখ
       —রজনীকান্ত সেন

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

—————



বাবুই পাখি কবিতা ইংরেজিতেঃ Babui Pakhi Kobita in English

The Joy of Independence
             – Rajanikanta Sen

Says the Sparrow to the Weaver Bird
“Look where I live – a mansion, no less!
While your nest barely shields you from the wind and the rain.
Yet you prize it as art?”

The Weaver Bird smiles, “There is no doubt,
that my nest sways in the slightest wind,
but I live in it gladly,
for unlike the mansion you share with humans
my house is mine and mine alone.

———–

ক্লাসরুমে বা স্কুলের কোন অনুষ্টানে কে কে এই কবিতাটি আবৃতি করেছিলেন আমাদের কমেন্ট করে জানান। শৈশবের এমন আরো মজার কবিতাগুলো পড়তে আমাদের কবিতার নাম কমেন্ট করুন।

সংবাদটি শেয়ার করুন