শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা পুনরায় ভাবছে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার।

এএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে এবং করোনায় স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আমরা ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করছি। কিন্তু, যেহেতু বিশ্বের অনেক স্থানেই করোনার সংক্রমণ বাড়ছে এবং শীতে আমাদের দেশেও বাড়তে পারে বলে অনুমান রয়েছে, তাই সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতিরন ওপর।’

‘যদি সামনের সপ্তাহগুলোতে পরিস্থিতির উন্নতি হয়, তাহলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে বিবেচনা করে আমরা সীমিত পরিসরে ক্লাস চালু করার চেষ্টা করব’, বলেন শিক্ষামন্ত্রী।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। আর এপ্রিলে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর আগে, এই ছুটির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা আজ আবারও বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো।

করোনা সংকটের কারণে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। করোনার কারণে এ বছরের এইচএসসি ও সমমান, জেএসসি ও সমমান এবং পিইসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। সরকার ঘোষণা করেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির এক কোটিরও বেশি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।

সূত্রঃ দ্য ডেইলি ষ্টার

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন