জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত বন্ধুর প্রতি শোকগাথা
“স্কুল জীবন থেকেই সব বন্ধুরা মনে-প্রাণে বিশ্বাস করতাম সবার মধ্যে তোমার ভবিষ্যত সব থেকে বেশি উজ্জল হবে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস তুমি সেই উজ্জল ভবিষ্যতের দুয়ারে পা দিতে না দিতেই চিরদিনের জন্য অন্ধকারে নিমজ্জিত হলে।
চোখের সামনে বার বার ভেসে উঠছে সেই স্কুল জীবনের সৃতি, মনে হচ্ছে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে সেই সাদা সার্টের সাথে ইন করে খাকি প্যান্ট পরা ছোট্ট নাসিম। তোমার সেই ছোট্ট লাল সাইকেলটি চালিয়ে বেড়াচ্ছো পাইলট স্কুলের ভেতরে আর আমি তোমাকে ওস্তাদ ওস্তাদ বলে ডাকছি…..।
বাকি ভাইয়ের দোকানে তুমি কিভাবে মাখা খেতে, জলপাই খেতে, তুমি কীভাবে বোলিং করতে, ব্যাটিং করতে, কিভাবে ফুটবল খেলতে। স্কুল জীবন ও পরবর্তীতে তোমার সাথে হিলিতে ও ঢাকাতে কাটানো সময়গুলো সব চোখের সামনেই ঘুড়ে বেড়াচ্ছে।
আজ তোমাকে এক নজরের বেশী দেখতে পারিনি। এক নজর তাকাতেই যতটা কষ্ট বুকে আঘাত করেছে তাতে আর ২য় বার তাকানোর সাহস হয়নি। আল্লাহ যেন তোমার মত নির্মম পরিণতি আর কাউকে না দেয়।
তোমার শেষ পরিণতি মনে রাখতে চাইনা আমি। পুরানো স্মৃতিতেই তোমাকে মনে রাখতে চাই। সেই ইনোসেন্ট,হাস্যোজ্জ্বল, নম্র, ভদ্র, মৃদু দুষ্টু নাসিমকেই মনে রাখতে চাই সারা জীবন।
তোমার পরিবার ও আমরা শুধু তোমাকে হারায়নি, দেশ হারালো তার একজন সৎ, মেধাবী, পরিশ্রমী ও দায়িত্ববান কর্মকর্তাকে।
আল্লাহ যেন তোমাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে রাখেন।
এস এস/সিএ