সাহিত্য ও কবিতা

ভালোবাসাবাসি ||||  বিশ্বজিৎ মানিক


ভালোবাসা বলে মাতোয়ারা সবে – বিশেষ একটি দিনে
ভালোবাসা রাখো সকলের সনে – জীবনের প্রতিটি ক্ষনে
ভালোবাসা শুধু সাজগোজ নয় – লেনদেন পুষ্পমালা
ভালোবাসা প্রকাশে লাগেনা তো কভু – সাজানো কুসুম ডালা।

ভালোবাসো সবে মনপ্রাণ দিয়ে – পীড়িত যেজন আছে
ভালোবাসো তাকে পড়ে আছে যে – আজো সমাজের নীচে
ভালোবাসা নয় মোটাতাজা খাবার – বেড়ে যায় যাতে ফ্যাট
ভালোবাসা যদি বুঝ ভালো তবে – পেয়ালার সাথে দাও প্লেট।

ভালোবাসো তাঁদের পৃথিবীতে যারা – দেখিয়েছে তোমায় আলো
ভালোবাসা দিতে কৃচ্ছতা নয় – নয় কোন ছলকল
ভালোবাসা করো শিশুদের সাথে – করো সোহাগ আলিঙ্গন
ভালোবাসি বলে বাহু দুটো ধরে – ললাটে করো চুম্বন।

ভালোবেসে যে চেয়ে থাকে রোজ – পথ পানে অবিরাম
ভালোবাসা তুমি দিতে থাকো তাকে – শুভ হবে পরিণাম
ভালোবাসাবাসি থাকে যদি মনে – জৌলুশ কি’বা প্রয়োজন?
ভালোবাসা পেতে হয়না তো দিতে – দামী উপঢৌকন।

ভালো যারা বাসে সুখী হয় তারা – ক্ষতি নেই কোন তাতে
ভালোবাসা ছাড়া শান্তি কোথায় – বলো দেখি পৃথিবীতে?
ভালোবাসো সবে মনপ্রাণ দিয়ে – পেয়ে যাবে তার ফল
ভালোবাসা কখনো নিস্ফল হবেনা – হবেনা কোনদিন বিফল।

১৫/০২/২০২১ খ্রিস্টাব্দ।

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন


সংবাদটি শেয়ার করুন