সাহিত্য ও কবিতা

বছর পূর্তি |||||  বিশ্বজিৎ মানিক

বছর পূর্তি |||||  বিশ্বজিৎ মানিক


বছর পূর্তি হলো আমার – কর্মকর্তা সেজে
খাচ্ছি আমি বছর ধরে – পকেটটাকে ভেজে
নিজের ঘরে থাকতে খেতাম – ডাল শুটকি শাক
করে দিতো গিন্নি আমার – নিজের হাতেই পাক।

লোভের বশেই পদোন্নতি – নিলাম আমি চেয়ে
উঠবো বলে উপর পানে – নীচের সিঁড়ি বেয়ে
অফিসারের নাম গেজেটে – লিখতে যদি পারি
নাসারন্ধ্র হবেই স্ফীত – বাড়বে বাহাদুরি।

বাহাদুরি হয়নি আমার – বছর গেলো চলে
সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় – সব লোকে তাই বলে
যাদের উপর খবরদারি – করার আমার আছে
খারাপ মানুষ নয়তো তাঁরা – করবো কেন মিছে?

ঘর ছেড়ে আজ ভিন জেলাতে – বাঁধছি আমি বাসা
পুড়লো কপাল এতেই আমার – হলোই এমন দশা
বাজেট আমার হচ্ছে যে ফেল – প্রতি মাসে মাসে
চলবো আমি কেমন করে – আগের মতো হেঁসে?

স্মিত হাসি হাসছি কেবল – রাখতে ভালো মন
থাকবো আমি দুঃখ ভুলে – করছি আজ এই পণ
কৃতজ্ঞতা জানাচ্ছি আজ – যাদের সাথে আছি
ভালোবাসা পাচ্ছি যেমন – নয় তা মিছামিছি।

২৫/০২/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন