ফিচার্ড সাহিত্য ও কবিতা

অচেনা নড়াইল ।।।। অপরাহ্ণ সুসমিতো

অচেনা নড়াইল ।।।। অপরাহ্ণ সুসমিতো

চিত্রা নদীর পাড়ে বড় নৌকাটা বাঁধা। মাঝি ঘুমিয়ে। সুলতান বাড়ির দাওয়ায় বসে তাঁর বিড়ালগুলোকে খাওয়াচ্ছিল। একটু দূরে পেশিসবল এক মহিলা কী যেন পাতা কুচি কুচি করে কাটছিল।

সুলতান গলা উঁচিয়ে ডাক দিলেন মহিলাকে,
: এহনও কাটতিছিস? কতক্ষণ লাইগবে আর?

মুখের ঝাঁঝ প্রকাশ করে মহিলা বলল,
: কী সব ছাতার মাথা খান! আর পারবানানি

সুলতান আজ উদ্বিগ্ন ও বিষণ্ণ। একা একাই বিড়ালগুলোকে বলতে থাকেন;

: কী সব হতিছে নড়াইলে, ক দিনি তোরা? মাস্টারের গলায় জুতো পরাই দিতেছে, আবার হিন্দুদের বাড়িঘর পোড়াই দিতিছে। কী হতিছে বলদিনি?

বিড়ালগুলো একবার শুধু সুলতানের দিকে তাকাল। দুই একবার মৃদু মিউ মিউ করল, সুশীলদের মতো আবার খাবারে মন দিলো।

কোথাও আর শব্দ নেই শুধু শিশুদের জন্য বানানো সুলতানের বজরায় চিত্রা নদীর ছলাৎ ছলাৎ ঢেউ আছড়ে পড়ার শব্দ শোনা গেল।
*
————-



সংবাদটি শেয়ার করুন