ফিচার্ড সাহিত্য ও কবিতা

কুজ্ঝটিকায় হিম ।।।  বিশ্বজিৎ মানিক

কুজ্ঝটিকায় হিম ।।।  বিশ্বজিৎ মানিক
———————-
কুজ্ঝটিকার – ভয়াবহ রূপ
বাড়িয়েছে মাঘে হিম
অবাল বৃদ্ধ – কিশোর শিশুরা
ধরেছে ভীষণ ঝিম
কাথা কম্বল – লেপ মুড়ি দিয়ে
নেই যার কোন কাজ
কৃষাণ কৃষাণি – মজুর কুলির
কপালে পড়েছে ভাজ।

দু’বেলা দু’মুঠো – অন্ন যোগাবে
গতর খাটায়ে মাঠে
তণ্ডুল যার – ঘরে নেই কোন
মজুদ রয়েছে হাটে
নিত্য রোজগারে – গোধুলির শেষে
মাল কড়ি পায় যারা
ক্ষুধার অন্ন – যোগাতে তাদের
জীবন পাগল পাড়া।

ধনিক বনিকের – নেই কোন টান
মহা সুখে কাটে কাল
গোলাবাড়ি যার – রয়েছে প্রগাঢ়
সম্পদ বেসামাল
আকাল মঙ্গায় – কি-বা ক্ষতি তার
ভয়াবহ হোক যতো
লুলুপ দৃষ্টি – লোভাতুর নেশা
মুনাফায় অবিরত।

হীন উপায়ী – নিত্য রোজগারে
উনুনে চড়ালে হাড়ি
ক্ষুধিত সন্তান – জীর্ণ কুঠিরে
বসে থাকে ধরে সারি
কবে মাতা তার – মনে হাহাকার
বেড়ে দেয় পাতে ভাত
ক্ষুধার জ্বালায় – এপাশ ওপাশ
কাটিয়েছে সারা রাত।

আছো কোথা কেউ – এদের তরে
খয়রাত গ্রাহ্য দানে
তামসিক নয় – বাঁচাতে জীবন
অনুপায় দীন হীনে
আছে যতো যার – নিধান সম্বল
কিছু কর দীনে দান
নিশ্চয় তুমি – পেয়ে যাবে তার
ঢের বেশি প্রতিদান।

১৮.০১.২০২৪ খ্রিষ্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন