শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা: প্রধান আসামি স্বাধীনের ৫ দিনের রিমান্ড
সিবিএনএ অনলাইন ডেস্ক/ ২৩ মার্চ ২০২১ । সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি দিরাই উপজেলার সরমংগল ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম স্বাধীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া, ২৯ আসামিকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন।
সুনামগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক সেলিম নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। এদিন পুলিশের পক্ষ থেকে শহীদুল ইসলাম স্বাধীনের ১০ দিন এবং বাকিদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জের ধরে গত মঙ্গলবার রাতে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে আটক করা হয়। পরদিন স্থানীয় হেফাজতে ইসলামের সমর্থকরা নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালায়। বৃহস্পতিবার হামলার ঘটনায় শাল্লা থানায় দুটি মামলা দায়ের হয়। পুলিশ ছাড়াও ওই গ্রামের এক ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
দুই মামলায় দিরাই উপজেলার সরমংগল ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া, মোট দেড় হাজার জনকে আসামি করা হয়েছে মামলা দুটিতে। গত ২০ মার্চ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এখন পর্যন্ত এই মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।-দ্য ডেইলি স্টার
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান