মন্ট্রিয়ল কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব ব্যারিস্টার প্রবীর ধর আর নেই
সিবিএনএ নিউজ ডেস্ক/২৩ মার্চ। কানাডার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রাক্তন সভাপতি, মন্ট্রিয়লের সুপরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার শ্রী প্রবীর ধর আজ বিকেল ৫টা ১৫মিনিটে মন্ট্রিয়লের নর্টরডেম হাসপাতালের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি উত্তর আমেরিকার বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। আইন পেশা ছাড়াও তিনি মন্ট্রিয়লের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ৭৯ বছর। তিনি বেশ কিছুদিন ধর অসুস্থ হয়ে হাসপাতালের থাকার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। কিন্তু অবশেষে নিজ বাসায় সবার সাথে করোনায় আক্রান্ত হলে নর্টরডেম হাসপাতালে ভর্তি করা হলে দু’দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে চলে গেলেন না ফেরার দেশে।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, পুত্রবধু, নাতি-নাতনিসহ অসখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গরা গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তথ্য সংযোগঃ দীপক ধর অপু
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান