Uncategorized

ওয়াশিংটনে ঈদ পুনর্মিলনীতে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর ধামাকা

ওয়াশিংটনে ঈদ পুনর্মিলনীতে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর ধামাকা কিক অফ

ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হল ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর ধামাকা কিক অফ। ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনভেনার জি আই রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, সম্মেলনের ডায়মন্ড স্পন্সর ইনোভেটিভ গ্লোবাল বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ, আইকন স্পন্সর আবদুর রউফ দিলিপ প্রেসিডেন্ট ডিপ্লোম্যাট গ্ৰুপ ফ্যাশন ইন্ক, আইকন স্পন্সর টপ টি কালেকসন এর চেয়ারম্যান সরদার রনি হক, সভাপতি ইনারা ইসলাম, আইকন স্পন্সর ফুমা ইনোভেটিভ কন্সালটেন্সি গ্রæপের প্রেসিডেন্ট ফাহাদ সোলাইমান, আইকন স্পন্সর লিগাল কন্সালটেন্ট নাসরিন আহমেদ, আইকন স্পন্সর ড. ফায়জুল ইসলাম, আইকন স্পন্সর পারভিন পাটোয়ারী, সিলভার স্পন্সর জাকির চৌধুরী ও মিসেস চৌধুরী, কেএসবি গ্রূপের চেয়ারম্যান ড. মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মোহাম্মদ মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম, ফোবানা আউটষ্ট্যান্ডিং মেম্বার আরেফিন বাবুল, ফোবানা মেম্বার আবীর আলমগীর, আটলান্টা বাংলাধারার সভাপতি মাহাবুবুর রহমান ভুইয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা) সভাপতি সাইদ এম বাবু, সাধারন সম্পাদক দেওয়ান জহির পলাশ, আটলান্টা বাঙালী ভয়েস এর প্রেসিডেন্ট মাইনউদ্দীন দুলাল, টেক্সাস বায়ার্ড এর প্রেসিডেন্ট লতিফ ইমতিয়াজ তুষার, জয়েন সেক্রেটারি মনির হোসাইন, সাংস্কৃতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, সেমনিার আবেয়া কমিটির চেয়ার ড. আনিস রহমান প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, আইটিভির জাহিদ হোসেন, এফএম৭৮৬ এর শহীদ উল্লাহ, শতদল টিভির কবির কিরন, এনটিভি এটিএন বাংলা এটিএন নিউজের পক্ষে আবীর আলমগীর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য নানা উদ্যেগ গ্রহন করবার জন্য মতামত ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে হলভর্তি দর্শক শ্রোতাদের সামনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কনভেনার জি আই রাসেল অতিথিদেরকে সাথে নিয়ে প্রচন্ড করতালির মধ্য দিয়ে ৩৫তম ফোবানা সম্মেলনের কিক অফ ঘোষনা করেন।

অনুষ্ঠানে শোটাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলমের সাথে আলোচনা সভায় শেষে ৩৫তম ফোবানা সম্মেলনের শিল্পী নিয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ৩৫তম ফোবানা সম্মেলনের পক্ষে উপস্থিত ছিলেন কনভেনার জি আই রাসেল, সভাপতি ইনারা ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, জয়েন সেক্রেটারি মনির হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এইপর্বে অংশগ্রহন করেন আমন্ত্রিত শিল্পী সেলিম ইব্রাহিম, কাবেরী রহমান, কামারুজ্জামান বকুল, রুখসানা মির্জা, শেখ নিলীমা শশি, শেফালী সারগাম ও নাজু আখন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে শব্দনিয়ন্ত্রনে ছিলেন শান্তানু বড়ুয়া এবং ছবি সংগ্রহে ছিলেন আলোকচিত্র সাংবাদিক কামরুল ইসলাম কামাল।

ওয়াশিংটনে ঈদ পুনর্মিলনীতে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এর ধামাকা অনুষ্ঠান শেষে বিভিন্ন ষ্টেট থেকে আগত অতিথিদের রাতভর আড্ডায় পুরো অনুষ্ঠানটি একটি মিনি ফোবানায় রূপ নেয়। পরের দিন রোববার দুপুরে ফোবানার চেয়ারম্যা জাকারিয়া চৌধুরী অনুষ্ঠানে আগত স্পন্সর ও অতিথিদেরকে নিয়ে ন্যাশনাল হারবর শহর সফর করেন। একইদিন বিকালে বিডি সাউন্ডের কর্নধার নিবিড় খানের সাথে ফোবানা সম্মেলনের লাইট সাউন্ড নিয়ে স্বাগতি কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =