ফিচার্ড সাহিত্য ও কবিতা

একগুচ্ছ কবিতা | চন্দনকৃষ্ণ পাল

একগুচ্ছ কবিতা | চন্দনকৃষ্ণ পাল



বোধন


অসময়ে মেঘ হয়ে তুমি আজ আসো
ভেজাও বুকের জমি, আর খুব হাসো
দাঁতের ঝিলিক দেখে বজ্রাহত হই
তুমি তো পাষাণ কন্যা আমি দুঃখে রই
আমার কষ্ট দেখে আকাশ বাতাস
বুুকের ভেতরে কষ্ট আর হা হুতাশ
টাঙ্গুয়ার হাওরে নেমে বুকে দেই জল
সে জলও বাষ্প হয় করে কি যে ছল
পাথারিয়া মেঘালয়ও দূর থেকে হাসে
জানতাম জল স্থল সব ভালোবাসে
আজ বুঝি এই হাসি বিদ্রুপের তীর
আজ আর উচ্চে নেই আমার এ শির
বিদ্রুপে এই শির নতজানু আজ
মুছে গেছে যতো ছিলো সুক্ষ্ম কারুকাজ
ক্যানভাস পড়ে আছে শূন্য তার বুক
দেখো আর কুড়াও তুমি যতো পাও সুখ
পুড়ে পুড়ে ছাই হবো উড়বো বাতাসে
দেখবে এ প্রান্তর আর কে কে হাসে
সব হাসি মিলে হবে তীব্র রোদন
সেদিন আবার হবে দেবীর বোধন।



কোলাজ


সকালগুলো ঘোরের ভেতর দিব্যি হাঁটে
বালির স্তুপে কর্কশ কাক শব্দ ছড়ায়
আমি কিসের স্বপ্ন দেখি তা জানিনা
ঘুম ভাঙলেই স্বপ্ন ধূসর বালিয়াড়ি
অনেক দূরের ক্ষীণকায়া নদীর রেখা।


দুপেয়ে এক যন্ত্রদানব পাশ ফিরে শোয়,একা একা!
আমার শুধু হতবাকের পাল্লা ভারী
হতেই থাকে, সকালও আড়মোড়া ভাঙে
হাই তুলে সতর্ক করে সকালবেলার পাখিদেরে
নানা রঙের কোলাজ একটা আমার মত হাইও তোলে!


পুরোহিতের শরীরজোড়া তীলকরাশি
পৈতে নাচে বুকের ওপর নিজের মত
টিকির মাত্র কটা চুলেই পাক ধরেছে
ধরবেই তো, আর কতকাল থাকবে কাঁচা?
বয়স হলো, চুলের কি দোষ তোমরা বলো।


ধুলো ঝাড়ার কাজ করে যায় রতন বসাক
অবচেতন মনেই তো তার হাত নেচে যায়
শরীরটাও মুদ্রা নিয়ে নাচতে থাকে
নতুন মুদ্রা আগে কেউ তো আর দেখেনি
রেল কলোনীর সার্বজনীন মন্ডপে আজ
বসে থেকেই দশটা পাঁচটা সময় কাটাই।



কোলাজ-২


সকালগুলো ঘোরের ভেতর দিব্যি হাঁটে
বালির স্তুপে কর্কশ কাক শব্দ ছড়ায়
আমি কিসের স্বপ্ন দেখি তা জানিনা
ঘুম ভাঙলেই স্বপ্ন ধূসর বালিয়াড়ি
অনেক দূরের ক্ষীণকায়া নদীর রেখা।


দুপেয়ে এক যন্ত্রদানব পাশ ফিরে শোয়-
একা একা! আমার শুধু হতবাকের পাল্লা ভারী
হতেই থাকে, সকালও আড়মোড়া ভাঙে
হাই তুলে সতর্ক করে সকালবেলার পাখিদেরে
নানা রঙের কোলাজ একটা আমার মত হাইও তোলে।


পুরোহিতের শরীরজোড়া তীলকরাশি
পৈতে নাচে বুকের ওপর নিজের মত
টিকির মাত্র কটা চুলেই পাক ধরেছে
ধরবেই তো, আর কতকাল থাকবে কাঁচা?
বয়স হলো, চুলের কি দোষ তোমরা বলো।


ধুলো ঝাড়ার কাজ করে যায় রতন বসাক
অবচেতন মনেই তো তার হাত নেচে যায়
শরীরটাও মুদ্রা নিয়ে নাচতে থাকে
নতুন মুদ্রা আগে কেউ তো আর দেখেনি
রেল কলোনীর সার্বজনীন মন্ডপে আজ
বসে থেকেই দশটা পাঁচটা সময় কাটাই।



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন