সাহিত্য ও কবিতা

শতবর্ষী বটগাছ  |||| বিশ্বজিৎ মানিক


শতবর্ষী বটগাছ
-বিশ্বজিৎ মানিক

শতবর্ষী বটগাছ – কোর্টের পূর্ব পাশে
কতো কতো লোকজন – গাছতলাতে বসে।

এই জায়গাটি একসময় – জেলখানার ছিল
গাছটি খুবই মোটাতাজা – ছায়া আছে ভালো।

জেলখানাটি স্থানান্তরে – চলে যাবার আগে
কর্মকর্তা কারো মনে – দুষ্ট বুদ্ধি জাগে।

পরিকল্পনা করা হয় – গাছটি কেটে ফেলার
বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন – ভালো একজন ‘ জেলার ‘।

এই কথাটি কানে কানে – উপরে চলে যায়
গাছটি কাটা বারণ হলো – পরিবেশ রক্ষায়।

সাইফুর রহমান বাংলাদেশের – অর্থমন্ত্রী ছিলেন
এখানে তাঁর গ্রামের বাড়ি – সময় সময় আসেন।

তাঁর কাছেও পৌঁছে যায় – বট গাছের খবর
রাগান্বিত হয়ে বলেন – রাখতে হবে নজর।

এতো প্রাচীন বটগাছ – হয় না যেন কাটা
কাটতে চাওয়া অফিসারদের – উৎসাহ হয় ভাটা।

যুক্তি তারা দেখিয়েছিলেন – ভাঙ্গে  যদি ডাল
নষ্ট হতে পারে তখন – মানুষের জান মাল।

এ কারণেই গাছটি কাটার – ছিলো প্রয়োজন
করতে তারা চেয়েছিলেন – গাছ কাটার আয়োজন।

কোর্টের পাশে জেলখানাতে – গাছটি হয়নি কাটা
মাঝেমধ্যে হতো কিছু  – ডাল পালাকে ছাঁটা।

জেলখানার জমি এলো – ফ্লাওয়ার্স কেজি’র হাতে
শতবর্ষী বটগাছটি – রক্ষা পেল তাতে।

এখন গাছের মালিক হলো – ফ্লাওয়ার্স কেজি স্কুল
ঐতিহ্য সংরক্ষণে যেন – হয় না তাঁদের ভুল।

বট গাছটির পুরান ডালে – আছে কটি কুঠর
পেঁচা থাকে নিরাপদে – ঐ কুঠরের ভিতর।

কেউবা বলে এদের মাঝে – থাকতে পারে সাপ
শিশুদেরকে দূরে থাকতে – বলেন তাদের বাপ।

চতুর্দিকে বটের ডালে – স্তম্ভ মূল আছে
মনে হয় মূলগুলো তার – ঠেস দিয়েছে গাছে।

গাছটি দেখে মনে হয় – এটি কালের স্বাক্ষী
গাছে বসে গান গায় – নানান জাতের পক্ষী।

মৌলভীবাজার শহরে – এমন গাছ আর নাই
ঐতিহ্য সংরক্ষণে তাই – এগিয়ে আসুন সবাই ।

০৯/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

 

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন