ফিচার্ড সাহিত্য ও কবিতা

সুপ্রভাত মেট্যা-এর দু’টি কবিতা

সুপ্রভাত মেট্যা-এর দু’টি কবিতা


স্মরণে, শঙ্খ ঘোষ


দূর থেকে ভেসে আসে,
সে সুরে কন্ঠহীন শঙ্খের গান,
শব্দপ্রাণ,হাওয়ার কম্পনে,ফুঁয়ে,বেজে বেজে ওঠে। আহা কী বিষাদ শ্রাবণঘন সুন্দর যেন !


হে মঙ্গলধ্বনি,
তুমি ঘরে ঘরে আছো অশ্রু কবিতায় ,
শঙ্খনামে,সান্ধ্য মধুর ছন্দে ,প্রদীপের আলোয়,
মুক্ত পঙ্ ক্তির ডানা মেলে দেওয়া দূরে ,হৃদয়ে অদূরে ,শিহরে নীল কোথাও  !


উদ্বেগ


কেমন আছ ?
ভালো আছি বলতেই আমার সমস্ত কবিতাগুলি প্রাচীন মিথ্যার আড়ালে গিয়ে তারা চকচকে লুকালো।মানে ভালো নেই আমি ।ভালো নেই কেউই ।ভালো থাকার জায়গা থেকে ক্রমশ সরে যাচ্ছে আমার চোখ ।প্রচেষ্টা হারিয়ে যাচ্ছে আমার ভালো হওয়ার, ক্রমশ হৃদয় থেকে একটু একটু ।


এই নারী-পুরুষের বিনুনি সম্পর্ক
এই কথা ও কবিতার তুমুল অন্ধকার,আর স্রোত আমার আর ভাল্লাগেনা।
আমি ,কী ভালো জড়িয়ে তোমাকে বাসব বলো ?
কী পঙ্ ক্তির লেখা ,হৃদয় লতিয়ে তোমাকে জাগাব রাত ?


আমার আর ঘুম আসে না।



এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন