Mexico is ready to strengthen business ties with Bangladesh
Bangladesh Embassy, Mexico 13 January 2022. The business leaders of Guadalajara, the third-largest metropolitan city of Mexico, expressed their interest in ICT, apparel, furniture, processed food, and import of decorative lights from Bangladesh during the webinar titled “Bangladesh & Mexico: Potentials & Opportunities” organized by the Embassy of Bangladesh in Mexico City on 13th January 2022 with the assistance of a local dignitary named Mr. Francisco Pena Manjarrez.
During the webinar, Ambassador Abida Islam made a presentation on the socio-economic developments of Bangladesh highlighting the potentials of important sectors like RMG, Pharmaceuticals, Health and Medical Equipment, IT, Jute products, Leather and Footwear, Light Engineering, Electronics and Electrical Equipment, processed Agro-based food, automobiles, ceramic, plastic and shipbuilding to the participants. She also elaborated on the investment-friendly policies of the Government including the lucrative investment incentives.
Over 32 participants from different sectors like construction, real estate, cosmetics, production & distribution of salt, decorative lights, processed food etc. including members of local chambers of Guadalajara actively participated in the webinar and showed their keen interest to engage commercially with Bangladesh in the days ahead.
বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে প্রস্তুত মেক্সিকো
বাংলাদেশ দূতাবাস, মেক্সিকো, ১৩ জানুয়ারী ২০২২ || মেক্সিকোর তৃতীয় বৃহত্তম মহানগরী গুয়াদালাহারার ব্যবসায়ী নেতারা বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত “বাংলাদেশ ও মেক্সিকো: সম্ভাবনা ও সুযোগ” শীর্ষক ওয়েবিনারে বাংলাদেশ থেকে আইসিটি, পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার এবং ডেকোরেটিভ লাইট আমদানিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। জনাব ফ্রান্সিসকো পেনা মানজারেজ নামে একজন স্থানীয় বিশিষ্টজনের সহায়তায় এই ওয়েবিনারের আয়োজন করা হয় ।
ওয়েবিনার চলাকালীন রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন, যেখানে তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা সরঞ্জাম, আইটি, পাটজাত পণ্য, চামড়া ও পাদুকা, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স/বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্রক্রিয়াজাত কৃষিভিত্তিক খাদ্য, অটোমোবাইল, সিরামিক, প্লাস্টিক এবং জাহাজ নির্মাণ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দের নিকট তুলে ধরেন। । রাষ্ট্রদূত মহোদয় লাভজনক বিনিয়োগ প্রণোদনাসহ সরকারের বিনিয়োগ-বান্ধব নীতিগুলিও বিশদভাবে তাদের নিকট তুলে ধরেন।
গুয়াদালাহারার স্থানীয় ব্যবসায়িক চেম্বার সদস্যসহ বিভিন্ন সেক্টর যেমন- নির্মাণ, আবাসন, প্রসাধনী, লবণ উৎপাদন ও বিতরণ, ডেকোরেটিভ লাইট, প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি সেক্টর থেকে ৩২ জনেরও অধিক ব্যবসায়ী প্রতিনিধি উক্ত ওয়েবিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান