এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা ‘স্টাইল উইথ মি’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা ‘স্টাইল উইথ মি’- এর নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে প্রতিষ্ঠানটি ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই উপলক্ষে বুধবার (০১ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘দ্যা জাফরান গ্রিল’ রেস্টুরেন্টে এক জমকালো আয়োজন ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাইল উইথ মি-এর প্রেসিডেন্ট সুমনা কে. রিমি, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, বিউটিফুল লেডিস অফ ইউএসএ-এর এডমিন তান্নি আফরিন , ফাহমি সিলভিয়া আখন, নাদিয়া চোধুরী, কুইন্স বিস ইউএসএ-এর এডমিন রুমা আহমেদ, আনিকা তাসনিম, রুপন্তি রুপ, তানজিন সুলতানা, সামাজিক উদ্যোক্তা মোহাম্মদ হিমেল সোসাল এন্টারপেন্নার, ইউএস-বাংলাদেশ চেম্বারের পরিচালক শেখ ফরহাদ এবং সদস্য ওবায়েদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক লাভলু আনসার, চ্যানেল আই উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি রাশেদ আহমেদ, এটিএন বাংলা উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি কানু দত্ত, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক শাখওয়াত হোসেন সেলিম, চ্যানেল৭৮৬-এর সম্পাদক মোহাম্মদ শহিদ উল্লাহ সহ যুক্তরাষ্ট্র প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ও গণমাধ্যম প্রতিনিধিগণ।
এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা এবং তদারকির দায়িত্বে ছিলেন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ীদের সংগঠন ইউএসবিসিসিআই https://usbcci.org এবং ইউএস-বিডি সফটওয়্যার এন্ড টেকনোলজি লিমিটেড usbdsoft.com। ‘স্টাইল উইথ মি’-এর মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের কাজের তদারকির সামগ্রিক বিষয়টি দেখছে ইউএসবিডিসফট। এই টেকনোলজি প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে। যারা ইউএসবিসিসিআই-এর সদস্য হয়েছেন বা হবেন, তাদের যেকোনো টেকনোলজিক্যাল সাপোর্টের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নানান আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে।
ইউএসবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ ‘স্টাইল উইথ মি’-এর প্রতি শুভেচ্ছা বার্তায় বলেন, বর্তমানে খুবই প্রচলিত একটি শব্দ উদ্যোক্তা। পুরো ব্যবসায় যিনি সম্পূর্ণ ঝুঁকি নেন তিনিই উদ্যোক্তা। বর্তমান পৃথিবীতে পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংখ্যা আশানুরূপ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। একজন উদ্যোক্তা নারী নিজের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অন্যান্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করছেন। সুমনা কে. রিমির উদ্যোগে যাত্রা শুরু করা ‘স্টাইল উইথ মি’ এফ-কমার্স প্রতিষ্ঠান থেকে ই-কমার্স জগতে প্রবেশ করছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও এর সঙ্গে জড়িত সকলকে সাধুবাদ জানাই। যেসব নারীরা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য ‘স্টাইল উইথ মি’ একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে। বাংলাদেশী-আমেরিকান নারীরা অনলাইন বিজনেসের মাধ্যমে বিভিন্ন পণ্য সরবরাহ করে ঘরে বসেই যেভাবে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তুলতে সক্ষম হচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
‘স্টাইল উইথ মি’-এর উদ্যোক্তা সুমনা কে. রিমি জানান, একটি স্বাধীন পেশা হিসেবে আমি উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছি। প্রথমে আমি স্বল্প পরিসরে শুরু করেছি এফ-কমার্স। আমাদের ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/
তিনি বলেন, উদ্যোক্তা হয়ে উঠতে গেলে অনেক প্রতিবন্ধকতা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেটা উতরে উঠা তেমন কঠিন কিছু না। মনে সাহস রাখতে হবে। নারীদের প্রতিবন্ধকতা অনেক। একটা সময় ছিল যখন পরিবার থেকে সমর্থন পাওয়া কঠিন ছিল। এখন সেই পরিস্থিতি বদলেছে। বাংলাদেশী-আমেরিকান অনেক নারী আছেন, যারা ঘরের বাইরে গিয়ে চাকরি করতে পারছেন না কিন্তু তারা স্বাবলম্বী হতে চান। সেদিক থেকে ই-কমার্সের মাধ্যমে নারীরা ঘরে বসে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
রিমি আরো জানান, ই-কমার্স মেয়েদের জন্য স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। বাংলাদেশী-আমেরিকান পরিপ্রেক্ষিতে নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে এফ-কমার্স এবং ই-কমার্স। এই সেক্টরে নারী উদ্যোক্তাদের সংখ্যা যে হারে বাড়ছে, তা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বেশ ইতিবাচক। আজ আমার প্রতিষ্ঠান এফ-কমার্স থেকে ই-কমার্সে প্রবেশ করছে। বরাবরের মতোই প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পণ্য দ্রুত সময়ে সরবরাহ করতে পারবো গ্রাহকদের কাছে, এটাই আমার প্রত্যয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে দায়িত্বশীলভাবে আমি ব্যবসা পরিচালনা করে যেতে চাই। আশা রাখি, আমার এই উদ্যোক্তা হওয়ার যাত্রায় সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। ‘স্টাইল উইথ মি’-এর মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট লঞ্চিংয়ের আজকের এই আয়োজনের উপস্থিতি ও সহযোগী সবার প্রতি ভীষণ কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সুমনা কে. রিমির উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০১৮ সালে ‘স্টাইল উইথ মি’ নারী উদ্যোক্তাদের একটি এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল। আজ থেকে এটি ই-কমার্স প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে যাচ্ছে। ১০০০ ডলার দিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসায়ীক যাত্রা শুরু করেছিল। বর্তমানে প্রতি মাসে প্রায় ৭৫ হাজার ডলারের ব্যবসা হয় প্রতিষ্ঠানটিতে। যুক্তরাষ্ট্রে ‘স্টাইল উইথ মি’-এর ৫ জন এবং বাংলাদেশের হাজারিবাগ ফ্যাক্টরীতে আনুমানিক ২০ জন বিক্রয় প্রতিনিধি রয়েছে।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান