মাওলানা আবদুন নুর
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে শনিবার চিত্রনায়ক হেলাল খানের পিতাসহ আরও ৪ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৯৮ বাংলাদেশির প্রাণ গেল।
এছাড়াও হাসপাতাল এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বিয়ানিবাজারের সন্তান ফরিদ আহমেদ সাইফুল (২৭) মন্টিফিউর হাসপাতালে, জ্যাকসন হাইটসে বসবাসরত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির এইচ মিয়ার বাবা মো. মহিউদ্দিন (৬৭) এলমহার্স্ট হাসপাতালে এবং প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র সহ-সভাপতি বাবলী নেওয়াজ (৫৩) জ্যামাইকা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
জানা গেছে, ফরিদ আহমেদ সাইফুল কয়েক মাস আগে বাংলাদেশে গিয়ে পছন্দের মেয়েকে বিয়ে করেছেন। তাকে অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে আনার আবেদনও করেছেন। এরইমধ্যে সবকিছু তছনছ করলো মহামারি আকার ধারণ করা করোনা।
সর্বশেষ তথ্য অনুয়ায়ী নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলেস, টেক্সাস প্রভৃতি এলাকায় কয়েক হাজার বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন