দেশের সংবাদ

দেশে করোনায় আক্রান্ত আরও ৪৯৭ জন, মৃত্যু ৭ জনের | গত ২৪ ঘণ্টার খবর

দেশে করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৪৯৭ জন, মৃত্যু ৭ জনের

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৯৭ জন মানুষ। মারা গিয়েছেন আরও ৭ জন।

আজ রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত ৫৯১৩ জন এবং মোট মৃত্যু ১৫২ জন। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ।

এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্রঃ অনলাইন স্বাস্থ্য বুলেটিন

 

কখন বাংলাদেশ থেকে দূর হবে করোনাভাইরাস, জানাল সিঙ্গাপুর-ভিত্তিক গবেষণা

বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে এই ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এসব দেশে প্রতি মুহূর্তে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে বহু সংখ্যক মানুষের।

বাংলাদেশেও হানা বসিয়েছে এই ভাইরাস। এর প্রভাবে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এতে ঘরবন্দি জীবন পার করছে মানুষ। কবে শেষ হবে এই মহামারী, এই প্রশ্ন এখন সবার মনে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে না পারলেও সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রবিবার বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনাভাইরাস মুক্ত হবে তার একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুসারে, গত ১১ এপ্রিল থেকে বিশ্বব্যাপী করোনভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামী ৩০ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়।

এ পরিসংখ্যানে গত ২৩ এপ্রিল থেকে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুসারে, আগামী ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে’র মধ্যে ৯৯ শতাংশ এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত জুলাইয়ের ২৫, ইতালি আগস্টের ২৪, সিঙ্গাপুর আগস্টের ৭, স্পেন আগস্ট ৬, যুক্তরাজ্য আগস্ট ১৩, ফ্রান্স আগস্ট ৪, জার্মানি জুলাইয়ের ৩১, জাপান সেপ্টেম্বরের ২৫ যুক্তরাষ্ট্র আগস্ট ২৬ এ করোনামুক্ত হবে বলেও প্রতিবেদনে জানা যায়।

 

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন