ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধন বিল উত্থাপন করা হয়েছে। সোমবার বিলটি আলোচনার জন্য পেশ করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্থাপিত বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলেন ভারতের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তার অভিযোগ, দেশের সংখ্যালঘু মানুষদের লাখ করেই এই বিলটি বানানো হয়েছে।
তবে অমিত শাহর অবশ্য দাবি করেছেন, এই বিল সংখ্যালঘুদের বিরোধী নয়। বিলটি নিয়ে বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি আয়ত্তে আনতে হস্তক্ষেপ করতে হয় স্পিকার ওম বিড়লাকে।
উত্থাপিত বিলে বলা হয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যারা ভারতে শরণার্থী হিসেবে রয়েছেন, তাদের নাগরিকত্ব দেয়া হবে। বিলটিতে ভিত্তিবর্ষ হিসাবে ৩১ ডিসেম্বর, ২০১৪ সালকে ধরা হয়েছে।
সূত্রঃ বিডি-প্রতিদিন
আরো পড়ুনঃ মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!