The Embassy of Bangladesh in Seoul observed ‘National Constitution Day’
The Embassy of Bangladesh in Seoul observed ‘National Constitution Day’ in a befitting manner on 04 November 2022. The event was participated by the officials of the Embassy and expatriate Bangladeshis living in the Republic of Korea.
On the occasion, the officers of the Embassy read out the messages of the Hon’ble President and the Hon’ble Prime Minister. It was followed by a discussion session on the significance of ‘National Constitution Day’. Ambassador Delwar Hossain and officials of the Embassy took part in the discussion. The speakers highlighted the significance of ‘National Consitution Day’ and expressed their firm commitment to uphold the dignity of the National Constitution in establishing democratic values and the rule of law.
Seoul, 04 November 2022.
বাংলাদেশ দূতাবাস, সিউল কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ০৪ নভেম্বর ২০২২ তারিখ যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীগণ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। অতঃপর, ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তাগণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচকগণ জাতীয় সংবিধান দিবস-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সিউল, ০৪ নভেম্বর ২০২২।