ফিচার্ড সাহিত্য ও কবিতা

প্রিয় / বিপ্লব ঘোষ

প্রিয় / বিপ্লব ঘোষ   


আমি মেঘ হতে পারি প্রিয়                                                                        তুমি বৃষ্টি হয়ে ভাসাও নদী                                                                              আমি নদী হয়ে ভাসতে পারি                                                                     তুমি সাগর হয়ে ডাকো যদি ! 

 
—–
 
সাবান 
 
জীবন নিয়েছে তাঁরে দেড় বছর আগে 
অসীম যন্ত্রণায় দিনের পর দিন  
সে আছে,থাকবে যেমন ছিলো  
মেয়ে ভালবেসে বাবাকে যা দিয়েছিল  
কিছু আছে,বাকি সব হারিয়ে গিয়েও 
থাকবে কবিতার খাতা ।
 
তবু প্রতিদিন মনে পড়ে ভীষণ 
সেই সাবান,কবে কখন মনে নেই 
সেও মেয়ের মতন শেষ হতে দেখি ।
——
সুখে আছি 
 
বন্ধু বলল, চল যাই মৌসুনী দ্বীপে 
বললাম,ওরে বাবা সে তো অনেক দূর 
এখন কি আর সহ্য হয়  ! 
— দেখ বাঁচা মানে তো শুধু যাওয়া  
যতদিন শ্বাস প্রশ্বাস  !
 
বললাম, সে পথ যাবে অজানা দেশে 
সব হিসেবের বাইরে 
সেই ভেবে সুখে আছি ।
—–
চলে যায় 
 
বৃষ্টি হচ্ছে,আকাশে এখন মেঘ রোদ 
আগে এমন কত যুগ ধরে দেখেছি 
আজ মেঘ জলের সঙ্গে রমণ  করি ।
 
সময় আমার বড় কম 
মনে ভয় জাগে নিত্যদিন 
এই শ্রাবণ যদি না আসে !
সংবাদটি শেয়ার করুন