আজ ২৩ জুলাই পর্দা উঠছে দর্শকহীন গ্যালারী নিয়ে টোকিও অলিম্পিকসের
আজ ২৩ জুলাই একটি বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিকসের এবারের আসরের। কিন্তু শুক্রবার (২৩ জুলাই) আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগেই হলোকষ্ট নিয়ে বিতর্কিত Comment এর জন্য বরখাস্ত করা হলো আসরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কর্মকর্তা কেন্টারো কোবায়াশিকে ।
দর্শক নেই, স্বল্প সংখ্যক অ্যাথলেট, অনেক অনেক ফেসমাস্ক এবং জীবাণু-বিহীন ফ্ল্যাগ – এসব নিয়েই আজ শুক্রবার শুরু হলো টোকিও অলিম্পিকস।
করোনাভাইরাস মহামারি জাপানে একটি জাঁকজমকপূর্ণ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান করার আশাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে।
এর পরিবর্তে পুরো অনুষ্ঠানটির মেজাজ হবে ভাব-গম্ভীর, বর্তমান সময়ের জন্য যা উপযুক্ত।
বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় এক বছরের জন্য পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক ২০২০। কোভিড সংক্রমণের শঙ্কা উড়িয়ে আজ পর্দা উঠছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত সামার অলিম্পিকের। কোভিড সংক্রমণের জ্ন্য এবারের টোকিও অলিম্পিকে দর্শক থাকবেনা। ৯৫০ জন বিশেষ অতিথি থাকবে। এ অলিম্পিকের পর্দা নামবে ৮ আগস্ট। গ্রেটেস্ট শো অন আর্থ’ আসরের নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। অলিম্পিকের এবারের আসরে মোট ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবেন ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। লড়বেন ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য। আসরের পর্দা নামবে আগামী ৮ আগস্ট।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান