কানাডার সংবাদ ফিচার্ড

কবি আসাদ চৌধুরীর দাফন সম্পন্ন

কবি আসাদ চৌধুরীর দাফন সম্পন্ন

বাদ জুমায় বাংলাদেশের জাতীয় পতাকা আর রাস্ট্রীয় মর্যাদায় কবি আসাদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। কানাডার টরন্টোয় অন্তিম শয্যায় শায়িত হলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি আসাদ চৌধুরী। টরন্টোর স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ৩টায় অন্টারিওর ‘ডাফিন মিডোস কবরস্থানে’ তাকে দাফন করা হয়।

এর আগে জুম্মার নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো জামে মসজিদে কবি আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কানাডার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

আসাদ চৌধুরীর কন্যা শাঁওলী  জানান, হাই কমিশনারেক মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার লাশ বাংলাদেশে নেয়ার প্রস্তাব দেন। কিন্তু পারিবারিক সিদ্ধান্তে কানাডাতেই কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, টরন্টোর স্থানীয় সময় বুধবার(৫ অক্টোবর) বুধবার দিবাগত রাত ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান কবি আসাদ চৌধুরী। গেল বছরের নভেম্বরে ব্লাড ক্যন্সার ধরা পড়ে কবির শরীরে। – সূত্র: ইত্তেফাক

আসছে বিস্তারিত…


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন