করুণা কান্ত কহিল ।। বিশ্বজিৎ মানিক
********************************
করুণা কান্ত কাঁদিয়া কহিল – কেবলই কষ্টের কপাল!
কিভাবে আর কাটাবো যে – কালকিপ্টে করোনা কাল?
মহামারী যদি, আরো থাকে কিছু – দেশে লাগিবে আকাল
প্রার্থনা করি, সাঙ্গ করো তারে – মানুষ হইলো নাকাল।
বেয়াল্লিশ লক্ষ মানুষ, আক্রান্ত হইলো – বিষাক্ত ছোবলে তার
প্রায় তিন লক্ষ প্রাণ কেড়ে নিলো সে – কতো নিবে যে আর?
হে মহাজন, জগতের নাথ – হাতে তুলে নাও খঞ্জর
ধ্বংস লীলা, চালিয়েছে যে – কেটে ফেলো তার পিঞ্জর।
মাস কতো হলো? অচল হইয়াছে – পৃথিবীর যতো চাকা
কেমনে রাখিবো, সচল তাহারে? – যায় না তো আর রাখা।
ভিখারির হাতে, তুলে দিতে ভিখ – মানুষ তো নাহি পাই
ভেল্কি বাজরা ধরেছে ভেল্কি – গরীবের নাই ঠাই।
কিছু কিছু আছে, জন দরদী – তারাইতো বাঁচাইছে প্রাণ
অকাতরে তাঁরা, বিলায়ে দিতেছে – মানুষের মাঝে ত্রাণ।
ছিল যে কপালে,করোনার কালে – ঘরে বসে যায় দিন
রূপসী করোনা, মরিচীকা হায়! – চরিত্র তাহার হীন।
আমি শ্রমিক, শক্ত হাতে – ধরা ছিল কাজ ” শাবল “
লক ডাউন হলে, ঘরের ভিতর – রহিয়াছি আমি বিকল।
আছে মোর দাদা, গতর খাটায়ে – করতো সে রোজগার
করোনার কারণে, পথে বসিয়াছে – তাঁর গোটা পরিবার।
কবে যাবে তুই? ওরে মহামারী! -আর কতো করাবি উপবাস?
আবার কখন, স্বাভাবিক হইবে? – বাহিরের মুক্ত বাতাস।
পালিয়ে যাও, ধরাধাম ছেড়ে – থাকতে তোমার মান
নতুবা তোমারে, ভেকসিনের আঘাতে – বাহির করিবো প্রাণ।
১১/০৫/২০২০ খ্রিস্টাব্দ
সিবিএনএ/এসএস
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন