করোনামুক্ত শুনে আনন্দে নাচলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা ! নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, তার দেশে আর কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নেই। নিউজিল্যান্ডবাসীর ত্যাগ স্বীকার ও ঐক্যের জন্যই এই সাফল্য এসেছে বলে তার দাবি। সর্বশেষ যিনি করোনায় আক্রান্ত ছিলেন রবিবার তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। —খবর ডেইলি মেইল ও ইন্ডিয়ান এক্সপ্রেসের
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম করোনা রোগীর খোঁজ পাওয়া যায়। ১৫ মে পর্যন্ত শেষবার নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫৪ জন। মারা যায় ২২ জন। সোমবার মধ্যরাত থেকেই দেশ থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। সীমান্তে কড়া বিধিনিষেধ থাকলেও অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা আপাতত থাকছে না। প্রথম করোনায় আক্রান্তের হদিস মিলতেই সাত সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল।
সি/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন