কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। – কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ এমপি
কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, ‘আমি আপনাদের ভোট পেয়ে সপ্তমবারের মতো এমপি হিসেবে ঢাকায় গেলাম। আর প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে আবার আপনাদের কাছে পাঠিয়েছেন। কাজেই বুঝতে হবে আপনাদের ভোটের মর্যাদা সবচেয়ে বেশি।’
তিনি আরো বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এদেশের মানুষের, এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন এবং ফসল ফলানোর দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তোমার কাজই হচ্ছে দেশের কৃষকের উন্নয়ন করা এবং ফসল যাতে উৎপন্ন বেশি হয় সেজন্য তোমাকে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমরা এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের জিডিপির শতকরা ৮০ ভাগ এই কৃষকের মাধ্যমে বা কৃষিখাত থেকে আসে। এই জিডিপি বৃদ্ধি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখন দেশে কৃষি উপকরণের কোনো অভাব নেই। যে কৃষকরা ফসল ফলান তারা যদি শতভাগ কৃষিপণ্য ফলিয়ে বাজারজাত করতে পারেন, সঠিক মূল্য পান তাহলেই হবে আমাদের সফলতা বা অর্জন।’
কৃষিমন্ত্রী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত হয়ে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি নিজ এলাকায় এসেছেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান ও এনাম হোসেন চৌধুরী মামুন এর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলাম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল সহ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আওয়ামীলীগ অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রশংসা করে বলেন, ‘আজকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কষ্ট করে যে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তা আমি কোনোদিন ভুলতে পারব না। আমার মন্ত্রীত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা চাবিকাঠি। আপনাদের পরামর্শের বাইরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কোনো কর্মকাণ্ড আমি আগেও করিনি, এখনও করছি না, আগামীতেও করব না।’ #