গ্রিসে পালিত হলো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিনম্র শ্রদ্ধা এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ । ।দিবসটি পালনের জন্য দূতাবাস বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসুদ আহ্মদ কর্তৃক ২১শে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও মহান ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি উদ্যাপনের সূচনা হয়। ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মহান একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে দূতাবাসের মিনিস্টার মোঃ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তারা মহান একুশের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একযোগে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার কথা বলেন । রাষ্ট্রদূত আসুদ আহ্মদ তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের শহীদদের অমূল্য ভূমিকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য- “বহুভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা রূপান্তরের প্রয়োজনীয়তা ” -এর উপর বক্তারা আলোচনা করেন। আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি ও গ্রিস আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ। আলোচনায় তারা প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা চর্চা ও মাতৃভাষায় শিক্ষা লাভের গুরুত্বের উপর আলোকপাত করেন।
এবারের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাপ্তাহিক কর্ম দিবসে পালিত হলেও দিবসটির আয়োজনে ব্যাপক অংশগ্রহণ এবং অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।