প্রজ্ঞাপারমিতা |||| পুলক বড়ুয়া
_________________________________
তোমার আঙুলের কী দোষ
তোমার অধর ধোয়া তুলসী
পাতার মতোন ধরাবাঁধা অধরা
তোমার দু’চোখের নিচে কোনো কালিমাকুসুম,
তিলকের মতো শোভা পায় না, জমে নেই;
ধুলিধূসর পথে,—পদচ্ছাপে,—
তোমার কোনো পাপচিহ্ন নেই,
ওষ্ঠের যুগল লালিমায় আঁকা আলপনা—
অপরাধবোধ কারুকাজ করে নাা ।
তোমার বুকের ওঠানামা, ধুকপুক
তোমার সকল সুখদুখ— বেহেশতি ।
আমি অতটা না-দেখে না-ছুঁয়ে
ঠিক অনুমানে না,
ঠিকঠাক মনে মনে নয়,
ঠিকঠিক জরিপ করতে পারি ।
দর্জির হাতের ফিতের মতো কোনো
কড়াগন্ডা মাপজোক ছাড়াই মাপতে পারি,
পূর্ণ নিরস্ত্র, বিনেপয়সায়,—একদম কাছে না-এসেও;
বিনামূল্য,—নিশ্চিন্ত-নিরাপত্তা পাবে
কোনো মূল্য,—কোনো ছাড় নয়
এক পয়সাও নয়
এক কানাকড়িও নয়
কিছুই লাগবে না
একটা নিলে একটা ফ্রি-ও নয় ।
দূরে-কাছে-মুখোমুখি, শুধু,
মধ্যিখানে শূন্য-সাঁকো, তাও ভাঙুক,
সোনার কাঠি রূপার কাঠিহীন
অনুভূতির তারহীন
খেয়ালি-চঞ্চল-অনুরাগে,
নির্জন-আলাপনে,
ছায়াহীন কায়াহীন ছোঁয়ায়,
মায়াবী পরশে
ফল্গুধারার মতো, উষ্ণ স্রোতে !